Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাওয়ানে’ অন্যদের দৃশ্য বাড়িয়ে নিজেরটা কমাতে বলেছিলেন শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩১ আগস্ট ২০২৩ ১৪:২৪

সাধারণত বিভিন্ন সুপারস্টারদের বেলায় শোনা যায় তারা পর্দায় নিজের চেয়ে অন্যদের উপস্থিতির পরিমাণ বেশিকে ভালো চোখে দেখেন না। কিন্তু অন্য অনেক কিছুর মত এক্ষেত্রেও ব্যতিক্রম শাহরুখ। ‘জাওয়ান’-এর ভিডিও সম্পাদককে তিনি নাকি উল্টোটা বলেছিলেন।

ভারতীয় গণমাধ্যম কয়ময়কে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন শাহরুখ তাকে বলেছিলেন, প্রয়োজনে ছবিতে তার অভিনীত দৃশ্যে কাঁচি চালাতে। কিন্তু অন্যদের ব্যাপারে যেন হাত না দেওয়া হয়। এতে যদি ছবিতে তার উপস্থিতি অন্যদের তুলনায় কমেও যায় তাতে তার কোনো আপত্তি নেই।

বিজ্ঞাপন

ভিডিও সম্পাদক রুবেনের জানান, শাহরুখ খান ছবিটি সম্পাদনার সময়ে বলতেন, তার অংশ কমিয়ে বাকিদের অংশ বেশি করে দিতে।

শুধু শাহরুখ নন, রুবেন বিজয় সেতুপতিরও প্রশংসা করেছেন। বলেছেন, বিজয় সেতুপতিকে ভালোবাসি আমি। বিশেষ করে যেসব ছবিতে তিনি খল চরিত্রে অভিনয় করেন। জওয়ানে তিনি হাজির হয়েছেন মৃত্যু রূপে। তার চরিত্র আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল।’

অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে শাহরুখ ছাড়াও আরও রয়েছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।

সারাবাংলা/এজেডএস

জাওয়ান ভিডিও সম্পাদক শাহরুখ খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর