Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির খানের বিরতির অবসান হচ্ছে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ১৬:৪৮

‘লাল সিং চাড্ডা’ ব্যবসায়িকভাবে ফ্লপ হওয়ার পর আমির খান অভিনয় থেকে বিরতির ঘোষণা দেন। তবে তার এ বিরতি এবার শেষ হচ্ছে। এমনটাই এক টুইটের মাধ্যমে জানিয়েছেন বলিউড বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ।

টুইটে তিনি লিখেন, ‘আমির খান তার নতুন সিনেমার জন্য ২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন। এটি আমির খানের প্রোডাকশন্স থেকে নির্মিত হবে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এটি মুক্তি পাবে। আগামী বছরের ২০ জানুয়ারি সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির খান কিংবা তার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে পিংকভিলা জানিয়েছে, ৩০ বছর পর পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন আমির খান। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন আমির ও রাজকুমার সন্তোষী। তাদের পরবর্তী সিনেমার কাজ পুরোদমে চলছে। এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন তারা।’

পরিবারের সঙ্গে অবসরের সময় কাটাতে চান আমির। তা জানিয়ে এ অভিনেতা বলেছিলেন— ‘‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর ‘চ্যাম্পিয়নস’ নামে একটি সিনেমার প্রস্তুতি নেওয়ার কথা ছিল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য দারুণ। এটি খুবই হৃদয়স্পর্শী। কিন্তু আমি অনুভব করছি, আমার একটা বিরতি চাই। আমার মা-সন্তান-পরিবারের সঙ্গে থাকতে চাই। আসলে অভিনেতা হিসেবে আমি যখন কোনো সিনেমায় কাজ করি, তখন তাতে এতটাই ডুবে যাই যে, আমার জীবনে আর অন্যকিছু থাকে না।’’

বিজ্ঞাপন

‘আমি আগামী দেড় বছর অভিনেতা হিসেবে কাজ করব না। প্রথমবারের মতো এমনটা করছি’,—বলেন আমির খান।

সারাবাংলা/এজেডএস

আমির খান বিরতি