আমদানির অনুমতি পেলো ‘জাওয়ান’, একই দিনে বাংলাদেশে মুক্তি
২৭ আগস্ট ২০২৩ ১৮:২২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ১৯:৫৫
শাহরুখ খানের ‘জাওয়ান’ নিয়ে তার এ দেশি ভক্তদের জন্য সুখবর। ছবিটি ভারতের সঙ্গে একই সময়ে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। হিন্দি ছবি হিসেবে ছবিটি বাংলাদেশে আমদানির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি দরকার ছিল। এটি রোববার (২৭ আগস্ট) পেয়েছে এর আমদানিকারক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে বিদেশি ছবি আমদানি-রফতানি সম্পর্কিত কমিটির বৈঠকে ‘জাওয়ান’ বাংলাদেশে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের কমিটি মূলত কোন ছবি আমদানি করা যাবে কিংবা করা যাবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত দেয়। জাওয়ানের ক্ষেত্রেও আমরা তাই করেছি।’
কমিটির অন্য সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ সারাবাংলাকে বলেন, ‘এ অনুমতির পরে আমদানিকারক এলসির মাধ্যমে ছবিটি আনবেন। এরপর অন্যান্য কাগজপত্রসহ সেন্সরের জন্য জমা দিবেন। তবে আমরা ভারতের সঙ্গে একই তারিখে ছবিটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে অনাপত্তি দিয়েছি।’
সাফটা চুক্তির আওয়তায় ‘জাওয়ান’ আমদানি করছে অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। নিয়ম অনুযায়ী ‘জাওয়ান’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘নবাব এলএলবি’ ছবিটি।
ছবিটি ভারতে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে উৎসব ব্যতীত বাংলাদেশে ছবি মুক্তি পায় শুক্রবারে। সে হিসেবে ৮ সেপ্টেম্বর থেকে ‘জাওয়ান’ বাংলাদেশে চলবে, এমনটাই জানিয়েছেন অনন্য মামুন।
‘জাওয়ান’ প্রযোজনা করেছেন গৌরি খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।
সারাবাংলা/এজেডএস