আলিয়া কি থাকবেন দ্বিতীয় পর্বে?
১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক
আলোর মাথায় ছিলেন আলিয়া, যখন আসেন বলিউডে। তাকে নিয়েই আলোচনা ছিলো সবখানে। ২০১২ সাল মাত করে রেখেছিলেন বলিউড। তাও আবার প্ৰথম সিনেমাতেই। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ আলিয়ার সঙ্গে আরও অভিষিক্ত হন বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। তিন নবীনকে একসঙ্গে নিয়ে আসায় প্রশংসিত হয়েছিলেন নির্মাতা করণ। ব্যবসা সফল হয় `স্টুডেন্ট অব দ্য ইয়ার`।
এবার করণ নির্মাণ করবেন `স্টুডেন্ট অব দ্য ইয়ার`-এর সিক্যুয়েল। নতুন কিস্তিতে কে থাকবেন? এরই মধ্যে প্রকাশ হয়েছে টাইগার শ্রুফের নাম। প্রথম পর্বের তিন শিল্পী কি থাকবেন নতুন পর্বে? হ্যাঁ সুচক আভাস দিয়েছেন আলিয়া।
`স্টুডেন্ট অব দ্য ইয়ার টু ছবিতে আমি আসছি চমক নিয়ে`- বলেছেন আলিয়া। আরো জানিয়েছেন, `করণ নিশ্চয়ই এমন ব্যবস্থা করবেন যেন আগের তিন শিল্পীকে দেখানো যায় নতুন ছবিতে। প্রথম পর্বেও এমন কিছু ক্লু রেখেছেন করণ, যেন দ্বিতীয় পর্বে পুরনোদের দেখানো সুযোগ থাকে।`
সারাবাংলা/পিএ/কেবিএন