Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ভক্তের টুইটের জবাব দিলেন শাহরুখ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৭:২০

শাহ্‌রুখ খান অভিনীত ‘পাঠান’ ভারতে মুক্তির কয়েক মাস পরে বাংলাদেশের দর্শকরা দেখতে পেয়েছিল। তবে এবার আর একইদিনে সিনেমা হলে ‘জাওয়ান’ দেখতে চান তার এ দেশের ভক্তরা। এ দাবিতে ব্যানারে নিয়ে তারা হাজির হয়েছে স্টার সিনেপ্লেক্সে। তার নজর কেড়েছে শাহরুখের।

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামক শাহরুখের ফ্যানদের একটি গ্রুপ এ দাবি জানায়। তারা গেল শুক্রবার (২৫ আগস্ট) স্টারের বসুন্ধরা শাখার টিকেট কাউন্টারের সামনে জড়ো হয়। সেখানে ‘জাওয়ান’ বাংলাদেশে মুক্তির দাবি সম্মলিত ব্যানার প্রদর্শন করে।

বিজ্ঞাপন

ফাহিম আজিজ নামে এক শাহরুখ ভক্ত টুইটের সঙ্গে জুড়ে দেন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে শাহরুখের ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির দাবির একটি ছবি। সেই টুইটিতে শনিবার শাহরুখ খানের টুইটার থেকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘ধন্যবাদ ছেলেমেয়েরা।’ পরে শাহরুখ হ্যাশট্যাগ ‘জওয়ান’ লিখেছেন।

‘জাওয়ান’ প্রযোজনা করেছেন গৌরি খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।

সারাবাংলা/এজেডএস

জাওয়ান টুইট বাংলাদেশি ভক্ত শাহরুখ খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর