শাহরুখের পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন বিদ্যা
২৬ আগস্ট ২০২৩ ১৩:৪৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ১৬:০২
বলিউড বাদশা শাহরুখ খানের ঝুলিতে কতগুলো পুরস্কার আছে জানেন কি? জানলে চোখ কপালে উঠবে। আরও দশ বছর আগে শাহরুখ নিজেই জানিয়েছিলেন ১৫৫টি পুরস্কার পেয়েছেন। কিন্তু এর মধ্যে কতগুলো পুরস্কার অর্থের বিনিময়ে এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাকে। দশ আগের এক ভিডিও বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। সেটিতে এমনটা দেখা যাচ্ছে।
২০১৩ সালে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ নিজেই। সেই সময় দর্শকের আসনে বসে থাকা বিদ্যা বালানকে তিনি প্রশ্ন করেন, কতগুলো অ্যাওয়ার্ড বিদ্যা পেয়েছেন। অভিনেত্রী জবাব দেন ৪৭। তা শুনে হেসে ওঠেন শাহরুখ। এরপর শহিদ কাপুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কটা অ্যাওয়ার্ড জিতেছেন।
এরপর এক পর্যায়ে শাহরুখ বলেন, ‘আমি আমার অ্যাওয়ার্ড গুনি না। তবে ১৫৫টি অ্যাওয়ার্ড আছে।’ আর তাতে বিদ্যা বালান ঘুরিয়ে শাহরুখকে প্রশ্ন করেন, ‘এর মধ্যে কতগুলো অর্থের বিনিময়ে কিনেছেন?’ তাতে শাহরুখের জবাব, ‘ওই দেড়শোটির মতো’।
বিদ্যা বালানকে শেষ দেখা গিয়েছে ‘নিয়ত’ ছবিতে। শাহরুখের সর্বশেষ ছবি ছিল ‘পাঠান’ যা ব্লকবাস্টার হিট। সেপ্টেম্বরে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান।’
সারাবাংলা/এজেডএস