Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পড়শীর নতুন গান ‘ওড়ে মন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ আগস্ট ২০২৩ ১৪:৫৫

অনেক দিন পড়শীর নতুন কোন গান আসছে না। তার ভক্তদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে। পড়শী তাদের জন্য ‘ওড়ে মন’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করছেন। গানটির ভিডিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। আগামী মাসের ৭-৮ তারিখের দিকে ভিডিওটি উন্মুক্ত করা হবে।

এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘গানটির সব কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে এটি সম্পর্কে বিস্তারিত বলতে চাইছি না। সবার জন্য চমক রাখতে চাইছি। গানটি প্রকাশ হলেই সবাই বুঝতে পারবেন চমকটি কেমন! তবে এতটুকু বলতে পারি শ্রোতারা নতুন কিছু পেতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পড়শী আরও বলেন, প্রতি মাসের শুরুর দিকেই গানগুলো প্রকাশের কথা চিন্তা করেছি। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। শ্রোতারা নতুন নতুন গান পাবেন।

গানের পাশাপাশি পড়শী নাটকেও তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরই মধ্যে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়া পড়শী উপস্থাপনাতেও বেশ খ্যাতি লাভ করেছেন। তিনি বর্তমানে জনপ্রিয় এফএম রেডিও স্টেশন ‘জাগো এফএম’-এ ‘মিউজিক স্টেশন উইথ পড়শী’-শিরোনামের একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটি এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।

সারাবাংলা/এজেডএস

ওড়ে মন পড়শী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর