Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখকে বাদ দিয়ে অভিষেক হচ্ছে আরিয়ানের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ আগস্ট ২০২৩ ১৫:০৯

তিনি শাহরুখ পুত্র বলে কথা। সারাক্ষণ তাকে নিয়ে চর্চার শেষ নেই। কখনও তার আচরণ আবার কখনও নতুন শুরু পরিচালক হিসেবে… এই নিয়েও নানা মন্তব্য। শাহরুখ খানের হাত ধরেই ডেবিউ করবেন আরিয়ান! খবর ছিল এমনই কিন্তু…

অভিনেতা হিসেবে নয়, বরং পরিচালক হিসেবে কাজ করতে চান আরিয়ান। বাবা শাহরুখের সাহায্য ছাড়াই কাজ করতে চলেছেন আরিয়ান। সেকারণেই বাবার ক্যামিও পর্যন্ত অস্বীকার করেছেন তিনি। একেই শাহরুখ পুত্র হওয়ার জেরে তাকে নেপটিজমের ব্যাখ্যায় ফেলা হয়। সেকারণেই, আরিয়ান চাননা বাবা তার ওয়েব সিরিজে ছোট কোনও ভূমিকাতেও থাকুক। শুধু এখানেই শেষ নয়…

বিজ্ঞাপন

রিলিজের আগেই আরিয়ানের সিরিজকে ১২০ কোটির অফার করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের তরফে। অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার হিসেবে আরিয়ানকে এই বিরাট টাকার প্রস্তাব দেওয়া হলেও আরিয়ান নিজের কাজের প্রতি সৎ। সিজন ওয়ান এখনও লেখা শেষ হয়নি। সেকারণেই, এই মুহূর্তে তিনি কোনরকম ডিল করতে নারাজ। সাফ জানিয়েছেন, শেষ হলে তবেই এই নিয়ে ভাববেন। খান পরিবারের এক সূত্রের খবর…যেখানে পরিচালকরা নিজেদের সিরিজের পঞ্চম সিজন পর্যন্ত সাইন করে রাখেন ওটিটির সঙ্গে সেখানে নব্য পরিচালক হিসেবে বিরাট আত্মবিশ্বাসের পরিচয় দেখিয়েছেন তিনি।

বাবাকে নিজের ওয়েব সিরিজ থেকে বাদ দেওয়ার পেছনে কারণ কিছুটা এমনই, যাতে তাকে এই কথা শুনতে না হয়, যে শাহরুখ সাহায্য করেছেন। এমনিও, নিজের নতুন ব্র্যান্ড রিলিজের সময় শাহরুখ অ্যাম্বাসাডর হিসেবে পাশে ছিলেন। মেয়ে সুহানার আগামী ছবিতেও নাকি বিশেষ চরিত্রে থাকবেন শাহরুখ। তবে, আরিয়ান? কাজের ক্ষেত্রে একেবারেই তাড়াহুড়ো করার মানুষ না। কাজ শেষ না হলে সত্ব বিক্রি করবেন না বলেই জানিয়েছেন কিং খান তনয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অভিষেক আরিয়ান খান শাহ্রুখ খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর