Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরে যুক্ত হলেন তিন অভিনেতা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ আগস্ট ২০২৩ ১৯:৫৪

শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান ─ তিন জনপ্রিয় ও নন্দিত অভিনেতা। শক্তিশালী এ তিন অভিনেতা এবার যুক্ত হলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ওমরে। প্রত্যেকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছেন রাজ।

গেল ফেব্রুয়ারি ছবিটির নাম নিবন্ধন করেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতিতে। মাত্র দুদিন হলো ‘ওমর’-এর পোস্টার প্রকাশ করেছেন রাজ। এরপর আজ (৫ আগস্ট) ছবির প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে তিন জনের নাম প্রকাশ করলেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশের ফেসবুক পোস্টে রাজ লিখেছেন, “কাকে রেখে কার নাম বলি! একসাথেই বলে দেই বরং। ‘ওমর’ সিনেমায় কেরামতি দেখাবেন তিন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং নাসিরউদ্দিন খান! তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন, এজন্য ফিলিং হ্যাপি!”

‘ওমর’ রাজের ষষ্ঠ ছবি। তিন অভিনেতার নাম প্রকাশ করলেও মূল চরিত্রের অভিনেতার নাম এখন প্রকাশ রাজি নন তিনি। পরিচালক রাজ গণমাধ্যমকে বলেন, “আগামী সেপ্টেম্বরে শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখন জানাতে চাইছি না। আজ সিনেমাটির পোস্টার প্রকাশ করলাম।”

‘ওমর’ সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

এর আগে ৫টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন। রাজের আগের সিনেমাগুলোয় অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, তাহসান, শ্রাবন্তী, মীম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ওমর নাসিরউদ্দিন খান ফজলুর রহমান বাবু মুহাম্মদ মোস্তফা কামাল রাজ শহীদুজ্জামান সেলিম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর