Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ জন মন্ত্রীকে শপথ পড়ালেন আফজাল হোসেন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ আগস্ট ২০২৩ ১৬:৫০

গঠিত হচ্ছে ভালোবাসার মন্ত্রণালয়, প্রস্তুত এই মন্ত্রণালয়ের ১২ মন্ত্রী, করে ফেলেছেন শপথ গ্রহণ। বাকি শুধু জনগণের মাঝে ভালবাসার গল্প ছড়িয়ে দেওয়া। না, কোনো রাজনৈতিক দল নয়; জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচনায় চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’।

১২ জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম। আর এ নির্মাতাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

বিজ্ঞাপন

ঢাকার একটি অভিজাত হোটেলে বৃহস্পতিবার(৩ আগস্ট) সন্ধ্যায় হয়ে গেলো ব্যতিক্রমী এ শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে বিশেষ বক্তব্য দেন চরকি-র সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলো-র সম্পাদক জনাব মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই ফিল্মগুলো রিলিজ হচ্ছে চরকিতে। আর নির্মাতা এবং কো-প্রডিউসার হিসেবে এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই ১২টি চরকি অরিজিনাল ফিল্মে দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রঙ, ভালোবাসার বিচিত্র সব রূপ, ভালোবাসার বৈচিত্র্যময় সব অনুভূতি।

মিনিস্ট্রি অব লাভের ফিল্ম এবং এর নির্মাতারা হচ্ছেন :
১/Something like an autobiography, পরিচালক: মোস্তফা সরয়ার ফারুকী
২/ Forget Me Not, পরিচালক : রবিউল আলম রবি
৩/ কাছের মানুষ দূরে থুইয়া, পরিচালক : শিহাব শাহীন
৪/ উঁকি, পরিচালক : রেদওয়ান রনি
৫/ We Need To Talk, পরিচালক : আশফাক নিপুন
৬/ অবনী, পরিচালক : আবু শাহেদ ইমন
৭/ মুহাব্বাত, পরিচালক : রায়হান রাফী
৮/ 50/50, পরিচালক : রাকা নোশিন নাওয়ার এবং শঙ্খ দাশগুপ্ত
৯/ জুঁই, পরিচালক : আরিফুর রহমান
১০/ 36-24-36, পরিচালক : রেজাউর রাহমান
১১/ Shoulder Man, পরিচালক : অনম বিশ্বাস
১২/ Last Defenders Of Monogamy, পরিচালক: মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

১২ জন পরিচালক চরকি মিনিস্ট্রি অফ লাভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর