Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে নতুন ‘ভাইরাস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ আগস্ট ২০২৩ ১৬:০২

আসছে নতুন এক ধরনের ভাইরাস…আপনি কি আক্রান্ত? জানতে চোখ রাখুন চরকির ফেসবুক পেইজে।– এরকম একটা ক্যাপশন দিয়ে রোববার সন্ধ্যায় চরকির অফিসিয়াল পেজ থেকে একটি পোস্টার প্রকাশ করা হয়। রাত থেকেই পোস্টারটি নিয়ে দর্শক বেশ আলোচনায় করছে।

পোস্টারটি চরকি অরিজিনাল সিরিজ ‘ভাইরাস’-এর। ‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’খ্যাত পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করেছেন সিরিজটি। খুব শিগগিরই চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

বিজ্ঞাপন

কোন ভাবনা থেকে ‘ভাইরাস’-এ নির্মাণ করা এমন প্রশ্নে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি যেইটা তাদেরকে একটু হলেও ভাবায়। পুরা শ্যুটিং এর সময় এমন গরম আর রোদ ছিলো, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই। (বলেই হাসতে থাকেন তিনি)। আর পালিয়ে যায় নাই তার মানে হইলো গল্পটা ছেড়ে যায় নাই, তারা গল্পের ভেতরে ছিলো’।

দর্শকদের উদ্দ্যেশ্য পরিচালক বলেন, ‘আমি চাই আপনারা কনটেন্টটা দেখুক, সমালোচনা করুক। এই সিরিজে পর্বে পর্বে আপনাদের জন্য বিভিন্ন মজা রাখা হইসে, মজা মিস কইরেন না।’

পোস্টারে দেখা যাচ্ছে শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত।

এই সিরিজে নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলো। আর সেই সাথে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করছি।’

পোস্টারে দেখা মিলেছে তারিক আনাম খান-এরও। চরকির সাথে এটাই তার প্রথম কাজ। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এরকম এনার্জিটিক পরিচালক ও টিমের সাথে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।’

বিজ্ঞাপন

এই সিরিজে অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুর সহ আরও অনেকে। সেই সাথে এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছেন।

সারাবাংলা/এজেডএস

ভাইরাস শ্যামল মাওলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর