বৃহস্পতিবার বসছে হিপ হপ ফেস্ট
১৮ ডিসেম্বর ২০১৭ ১৫:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
শুরু হচ্ছে দেশের হিপ-হপ গানের সবচেয় বড় আসর ‘বিডি হিপ-হপ ফেস্ট’। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এর এক্সপো জোনে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হবে এই আয়োজন, চলবে মাঝরাত পর্যন্ত।
ফেস্টের তৃতীয় আসরে পরিবশনা করবে রাজত্ব, জালালী সেট, বাংলা মেন্টালজসহ ১৪টি হিপ-হপ গানের দল। পাশাপাশি অনুষ্ঠিত হবে আকর্ষনীয় হিপ হপ ফ্যাশন শো। অনুষ্ঠানের ডিস্ক জকি হিসেবে থাকবে ডিজে রিয়ন, ডিজে জি ও ডিজে জারবার্ক।
এবারের ফেস্টে প্রবেশের জন্য দর্শকদের কোন টিকেটের প্রয়োজন নেই। aceonline.store/bd-hip-hop-fest সাইটে গিয়ে নিবন্ধন করে দর্শকরা উপভোগ করতে পারবেন এই আয়োজন।
সারাবাংলা/টিএস/পিএ