Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়া, প্রসেনজিৎ ও যিশুসহ একঝাঁক তারকাকে নিয়ে সৃজিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ জুলাই ২০২৩ ১৬:৩৮

কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জীর দশম ছবি ‘দশম অবতার’। এর প্রধান চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য্য, যিশু সেনগুপ্ত ও জয়া আহসান।

ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। গেল বুধবার (১৯ জুলাই) কলকাতায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়ে গেল।

সৃজিত বললেন, ‘যেখানে বাইশে শ্রাবণ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু হল। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর ডিসিডিডি পোদ্দার হাতে হাত মিলিয়ে কেস সলভ করবে।’

‘২২ শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী ও ‘ভিঞ্চি দা’-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পূজাতে।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) এর প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। শুটিং শুরু হচ্ছে শুক্রবার (২১ জুলাই) থেকে। কলকাতা শহরের আনাচে কানাচে হবে এই ছবির শুটিং।

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান দশম অবতার প্রসেনজিৎ যিশু সেনগুপ্ত সৃজিত মুখার্জী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর