Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়ে হাত তোলেন সালমান— দাবি প্রাক্তন প্রেমিকার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জুলাই ২০২৩ ১৭:২৯ | আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৭:৪১

বলিউড ইন্ডাস্ট্রিতে বিপদের বন্ধু হিসেবে যেমন সর্বজন শ্রদ্ধেয় ভাইজান খ্যাত সালমান খান, তেমনি প্রেমিক পুরুষ হিসেবেও তিনি আলোচিত। এখন অবধি বিয়ে না করলেও একাধিক নারীর সঙ্গে সালমান খানের প্রেমের খবরে মাঝে-মাঝেই উত্তাল হয়েছে বলিউড। তাদেরই একজন অভিনেত্রী সোমি আলী। বলিউড ইন্ডাস্ট্রিতে বেশিদিন দেখা যায়নি তাকে। বলতে গেলে সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জনই বিনোদন দুনিয়ায় খবরের শিরোনামে নিয়ে এসেছিল এই অভিনেত্রীকে। নিজের পুরনো সম্পর্ক নিয়ে এতদিন পরে আবার মুখ খুললেন তিনি। দাবি করলেন, প্রেমিকাদের গায়ে হাত তোলেন সালমান। উল্লেখ্য, এর আগে সালমানের আরেক প্রাক্তন প্রেমিকা বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ও সালমানের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছিলেন। এবার সেই একই কথা বললেন অভিনেত্রী সোমি আলি।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে সালমানকে ইঙ্গিত করে শেয়ার করেছেন লম্বা এক পোস্ট। তবে এবার শুধু ভাইজান একা নন, সোমির সমালোচনার তীরে বিদ্ধ হলেন সালমানের বন্ধুরাও।

১৯৯১ থেকে ১৯৯৯ অবধি সম্পর্কে ছিলেন সালমান আর সোমি

১৯৯১ থেকে ১৯৯৯ অবধি সম্পর্কে ছিলেন সালমান আর সোমি

সোমি ইনস্টাগ্রামে নিজের কতগুলো ছবি শেয়ার লিখলেন, এই পোস্টের পর তার বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠবে। কেউ কেউ পোস্ট মুছে দেওয়ার কথাও বলবে। তবে তিনি সত্যি কথাই বলবেন। সোমি তার পোস্টে সালমান খান, সুভাষ ঘাই, জিয়া খানের নাম জুড়েছেন হ্যাশট্যাগে।

সোমি লিখলেন, ‘আমাকে পোস্টগুলি সরিয়ে নিতে বলা হবে। আমার বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তুলবে কেউ কেউ। আমার মদ্যপানের সমস্যা নিয়ে কটাক্ষ হব। তবুও আমি প্রতিবাদ চালিয়ে যাব, কারণ আপনাদেরকে এসব অপমানের মধ্যে দিয়ে যেতে হয়নি, অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়নি। পাশে কেউ ছিল না কারণ তুমি যার বিরুদ্ধে অভিযোগ তুলছ সে সুপারস্টার। আপনি তার বন্ধু। তিনি আপনার কেরিয়ার যেমন তৈরি করতে পারেন তেমন ভেঙেও দিতে পারেন। আপনি আপনার বন্ধুদের বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন তারা আপনার পক্ষ নেবে, তারা আপনার অবস্থা সব জানত, কখনও নিজের চোখেও প্রত্যক্ষ করেছে। কিন্তু তা হয়নি।’

সোমি ইনস্টাগ্রামে নিজের কতগুলো ছবি শেয়ার লিখলেন, এই পোস্টের পর তার বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠবে

সোমি ইনস্টাগ্রামে নিজের কতগুলো ছবি শেয়ার লিখলেন, এই পোস্টের পর তার বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠবে

তিনি আরও লিখলেন, “এই গালিগালাজ করা মানুষটাকে ‘প্যয়রা ইনসান’ বলে দিলেই আমি হয়তো খুব ভালো মানুষ হয়ে যাব। অভিনেতা হিসেবে মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি। আমাকে ট্রোলে বিদ্ধ করার আগে মনে রাখুন আপনাদের কোনও কমেন্ট আমি পড়ি না, আমার সে সময়ও নেই। আপনারা সেই বন্ধ দরজার পিছনে ছিলেন না, যখন আমার সঙ্গে অত্যাচার হয়েছে। আমি ভালো বা খারাপ যা অনুভব করেছি, আপনি তা জানেন না। আপনারা নিষ্ঠুর হচ্ছন এমন মানুষের প্রতি যে কিছুই করেনি। দয়া করে একটু চিন্তা করুন এগুলো, শুধু আমায় নিয়ে নয়, অনলাইনে ট্রোল হওয়া আমার মতো আরও অনেককে নিয়ে। এর শেষ দরকার এবার।” নিজের পোস্টে আরও যোগ করেন সোমি আলি।

বিজ্ঞাপন
সোমি তার পোস্টে সালমান খান, সুভাষ ঘাই, জিয়া খানের নাম জুড়েছেন হ্যাশট্যাগে

সোমি তার পোস্টে সালমান খান, সুভাষ ঘাই, জিয়া খানের নাম জুড়েছেন হ্যাশট্যাগে

উল্লেখ্য এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের এই প্রাক্তন প্রেমিকা সালমানকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট শেয়ার করেন। আর সেখানে সালমানকে ‘নারী নিগ্রহকারী’ ও ‘স্যাডিস্টিক সিক’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে সকলকে অনুরোধ করেন তারা যেন সালমানকে সম্মান জানানো বন্ধ করে দেন। সে সময় ইনস্টাগ্রামে সালমান খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির পোস্টার শেয়ার করেন সোমি আলী। আর ক্যাপশনে লেখেন, ‘প্রেমিকাদের ধরে ধরে মারে। শুধু আমাকে নয়। আরও অনেকের সঙ্গেই এমন করেছে। ওকে পুজা করা বন্ধ করুন দয়া করে। ও একটা স্যাডিস্টিক সিক। আপনাদের কোনো ধারণাই নেই।’

ম্যায়নে পেয়ার কিয়া দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন সোমি আলী

ম্যায়নে পেয়ার কিয়া দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন সোমি আলী

প্রসঙ্গত, ১৯৯১ থেকে ১৯৯৯ অবধি সম্পর্কে ছিলেন সালমান আর সোমি। ম্যায়নে পেয়ার কিয়া দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন সোমি আলী। তবে বিচ্ছেদের পর বলিউডও ছেড়ে দেন সোমি। নব্বইয়ের দশকে হাতে গোনা কিছু সিনেমায় কাজ করেছিলেন সোমি। যার মধ্যে রয়েছে কৃষ্ণ অবতার, ইয়ার গদ্দর, আয়ো প্যায়ার করে, মাফিয়া, তিসরা কৌন-এর মতো সিনেমা।

সারাবাংলা/এএসজি

গায়ে হাত তোলেন সালমান— দাবি প্রাক্তন প্রেমিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর