Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেপ্লেক্সে সুড়ঙ্গের বিক্রি আড়াই কোটি টাকা

আহমেদ জামান শিমুল
৬ জুলাই ২০২৩ ১৭:১২

এ ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। তবে আলোচনায় রয়েছে তিনটি ছবি- প্রিয়তমা, সুড়ঙ্গ ও প্রহেলিকা। এর মধ্য থেকে শুধুমাত্র ‘সুড়ঙ্গ’ তাদের আংশিক সেল রিপোর্ট প্রকাশ করেছে। ২৮টি সিনেমা হলের মধ্যে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখার সেল রিপোর্ট তারা ফেসবুক পেইজ থেকে শেয়ার করেছে। ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল দাবি করছেন প্রথম সপ্তাহে সিনেপ্লেক্সে ছবিটির প্রায় আড়াই কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলাকে শাকিল বলেন, ‘আমাদের জানামতে স্টার সিনেপ্লেক্সে এটি একটি রেকর্ড। তাই আনন্দের খবরটি আমরা সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যই প্রকাশ করেছি। আস্তে আস্তে অন্যান্য হলের সেল রিপোর্টও প্রকাশ করবো।আর সিনেমা তো ব্লকবাস্টার।’

ঈদুল আযহার দিন থেকে ছবিটি চলছে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখাসহ দেশের ২৭টি সিনেমা হলে। আগামী ১৪ জুলাই থেকে ছবিটির হল সংখ্যাও বাড়বে বলে জানালেন শাকিল। তিনি বলেন, ‘অনেক হল মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা ছবিটি চালাতে চাইছেন। কিন্তু আমরা হিসেব করে হল সংখ্যা বাড়াবো। কারণ ছবিটি অনেক যত্ন করে বানানো। তাছাড়া ১০০ হলে চাইলেই মুক্তি দেওয়া যায়। কিন্তু পরের সপ্তাহে তা নেমে আসলো ২০ এ। তা তো কাজের না। এমন হলে দিলাম যেখান থেকে ৫০ হাজার টাকাও আসলো না, লাভ তো নেই। হল সংখ্যার চেয়ে কত লোক দেখলো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

রায়হান রাফি পরিচালিত ছবিটির মাধ্যমে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর চলচ্চিত্রে অভিষেক হয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন তমা মীর্জা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

সারাবাংলা/এজেডএস

আড়াই কোটি সিনেপ্লেক্স সুড়ঙ্গ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর