Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবারের সবাইকে নিয়ে ৪ নাটক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৩ ১৪:৩৮

মামুনুর রশীদ, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, মুনিরা মিঠু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুষমা সরকার, তানজিন তিশা, তৌসিফ মাহবুব, খায়রুল বাশার, কেয়া পায়েল, সাদিয়া আয়মান, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, শাহেদ আলী সুজন, আরশ খান- পুরনো ও নতুন এমন একঝাঁক তারকা শিল্পী হাজির থাকছেন ৫১ মিডিয়ার ঈদ ফ্যামিলি ফেস্ট-এ। পারিবারিক গল্পকে প্রাধান্য দিয়ে নির্মিত চারটি পৃথক নাটকে অভিনয় করেছেন তারা।

বন্ধন, শরবত, আজ আকাশে চাঁদ নেই ও আম্মা এই নাটকগুলো যথাক্রমে নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু, শেরনিয়াবাত শাওন, মারুফ হোসেন সজীব ও মোহন আহমেদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটকগুলো উন্মুক্ত করা হচ্ছে ৫১ মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

একান্ন মিডিয়ার কর্ণধার তামান ইসলাম বলেন, ‘অনেকে আক্ষেপ করেন যে, নাটক থেকে বাবা-মা বা পরিবারের অন্যান্য চরিত্রগুলো হারিয়ে যাচ্ছে। আমরা সেই বাস্তবতা থেকে বের হয়ে এসেছি। এই ঈদে চারটি নাটক তৈরি করেছি পারিবারিক গল্পের ওপর। সেখানে নায়ক-নায়িকার পাশাপাশি পার্শ্বচরিত্রগুলোকেও গুরুত্ব দেয়া হয়েছে। ৫১ মিডিয়া নাটকের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছে।’

সারাবাংলা/এজেডএস

একান্ন মিডিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর