Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার হাত এক হওয়ার অপেক্ষা


১১ মে ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ১১ মে ২০১৮ ১৬:০৮

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শুক্রবার (১১ মে) কলকাতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তী বাঁধা পড়তে চলেছেন সাত পাকে। তাই টালিউডে এখন সাজ সাজ রব। প্রথা মেনে হচ্ছে বিয়ে, পুরো আয়োজনেই রয়েছে বাঙালি সাজ।

বিয়ের মঙ্গল শঙ্খ শুনতে অপেক্ষা করতে হবে শুক্রবার রাত পর্যন্ত। বজবজের বাওয়ালি রাজবাড়িতে চলছে তারই প্রস্তুতি। দুই পরিবারের আত্মীয় ও বন্ধুরা পৌঁছে গেছেন সেখানে।

আলোর মালায় সেজে উঠেছে বাজেপ্রতাপপুরের রাজবাড়িটি। বর্ধমানের মেয়ে শুভশ্রী। এরইমধ্যে বর্ধমান থেকে নানা উপহার সামগ্রী পৌঁছে গেছে রাজবাড়িতে। বৃহস্পতিবারই এক সঙ্গে আইবুড়ো ভাত খেয়েছেন রাজ ও শুভশ্রী। প্রতিটি মুহূর্ত ছবিতে ধরে রাখছেন ফটোগ্রাফাররা।

তার কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয়ে গেছে হলুদ, খাওয়া হয়ে গেল আইবুড়ো ভাত। এ বার শুধু বিয়ের সাজে নায়িকাকে দেখার অপেক্ষা।

লাল বেনারসী, চন্দন ও সোনার গয়নায় পুরোনো সাজই পছন্দ শুভশ্রীর। বিয়ে ও রিসেপশনের জন্য তাই নায়িকা বেছে নিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি। ট্রেডিশনাল পছন্দ রাজেরও। বাঙালি বরের সাজে আজ রাতে সাজবেন তিনিও। এ বার শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর