Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের টেলিফিল্ম ‘সরি বাবা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ জুন ২০২৩ ১৭:৪৪

পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! তাই বলে জেসিকে প্রপোজ করতে গিয়ে পিছনে লুকানো তার আস্ত ফুলগুলি ছাগলে খেয়ে ফেলবে? তবে সব সুযোগতো আর জীবনে বার বার আসেনা তাই ছাগলে খাওয়া ফুল নিয়েই জেসির সামনে হাঁটু গেড়ে বসেই অমনি শব্দ করে তার প্যান্ট ফেটে যায়। মুন্না কিছুতেই জেসিকে তার ভালোবাসা প্রকাশ করতে পারেনা। ভালোবাসার কথা বলতে গেলেই কোন না কোন বাঁধা আসে। জেসিকে ইমপ্রেস করার জন্য যা করে তাতেই হিতে বিপরীত হয়ে যায়।

বিজ্ঞাপন

এত করেও ইমপ্রেস হওয়া তো দূরের কথা জেসি আরো বিরক্ত হয়। অনেক কিছু করেও যখন কোন কাজ হয়না, তখন মুন্না একদিন বন্ধুকে নিয়ে জেসির বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। জেসির বাবা মা বিয়েতে রাজি হলেও বেঁকে বসে জেসি। সে জানায়, গার্ডিয়ান ছাড়া এ বিয়ে হবেনা। বিয়ে করতে হলে অবশ্যই তাকে তার বাবাকে নিয়ে আসতে হবে।

এমনই এক গল্পে নির্মিত হলো ঈদের বিশেষ টেলিফিল্ম ‘সরি বাবা’। জুয়েল এলিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সোহেল হাসান। অভিনয় করেছেন আরশ খান, অহনা রহমান, ফজলুর রহমান বাবু, সাইকা আহমেদ প্রমূখ।

প্রচারিত হবে ঈদের দিন (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

ঈদের টেলিফিল্ম ‘সরি বাবা’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর