ঈদে ৭ পর্বের ধারাবাহিক ‘লিভিং লিজেন্ড’
২৭ জুন ২০২৩ ১৮:৩৯
ঈদে ৭ দিনব্যাপী প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘লিভিং লিজেন্ড’। মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে, এই ফিল্ম ইন্ডাষ্ট্রিতে জুনিয়র শিল্পীদের তুলনায় সিনিয়র শিল্পীদের দাপট বেশি। সবাই নিজেদের লিভিং লিজেন্ড মনে করেন। আর এই স্বীকৃতি তারা মৃত্যুর আগেই পেতে চান। এই নিয়ে একদল সিনিয়র অভিনেতা একজোট হয়েছেন। বিষয়টি নিয়ে তারা তাদের সংগঠনের মহা পরিচালকের সাথে আলোচনায় বসেন। সব শুনে মহা পরিচালক পড়েন বিপাকে। এতাজনকে একসাথে কীভাবে সম্মানীত করবেন! তাই ইলেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখান থেকে ৫জনকে নির্বাচিত করা হবে। দেখতে দেখতে প্যানেল হয়ে গেলো দুইটা, শুরু হলো কাঁদা ছোড়াছুঁড়ি। মজার ব্যপার হলো, যারা প্রকৃত অর্থেই লিজেন্ড, তারা এই সমস্ত কর্মকান্ডে অংশগ্রহণই করেননি, তাঁরা এখনও নিজেদের লিজেন্ড মনেকরে না।
‘লিভিং লিজেন্ড’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে।
সারাবাংলা/এএসজি