Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ বছরে ঈদের আগের দিনের নাটক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ জুন ২০২৩ ১৮:০৮

ঈদের আগের দিনের নাটকের ক্ষেত্রে ২৪ বছরে পা দিল চ্যানেল আই। দেশে একটা সময় ঈদের আগের দিনের নাটকের কোনো ধারনাই ছিল না। চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রথম এই উদ্যোগ নেন। রেজানুর রহমান হয়ে ওঠেন ঈদের আগের দিনের নাটকের কারিগর। সেই থেকে প্রতি বছর রেজানুর রহমান চ্যানেল আই’র জন্য ঈদের দুটি নাটক নির্মাণ অব্যাহত রেখেছেন। এখন দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের নাটক প্রচার করা হয়।

বিজ্ঞাপন
অভিনয় করেছেন তারিক আনাম খান, শহিদুল আলম সাচ্চু, চিত্র নায়িকা অরুনা বিশ্বাসসহ দেশের থিয়েটার অঙ্গনের এক ঝাঁক নিবেদিত প্রাণ নাট্যকর্মী

অভিনয় করেছেন তারিক আনাম খান, শহিদুল আলম সাচ্চু, চিত্র নায়িকা অরুনা বিশ্বাসসহ দেশের থিয়েটার অঙ্গনের এক ঝাঁক নিবেদিত প্রাণ নাট্যকর্মী

২৪ বছরের শুভ লগ্নে রেজানুর রহমানের সঙ্গে আরও নিবিড় ভাবে যুক্ত হয়েছেন ফরিদুর রেজা সাগর। তার লেখা গল্প ‘আরেক পৃথিবী’ অবলম্বনে নির্মাতা রেজানুর রহমান নির্মাণ করেছেন নাটক ‘আরেক পৃথিবী’। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহিদুল আলম সাচ্চু, চিত্র নায়িকা অরুনা বিশ্বাস, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমানসহ দেশের থিয়েটার অঙ্গনের এক ঝাঁক নিবেদিত প্রাণ নাট্যকর্মী। ‘আরেক পৃথিবী’ নাটকটি প্রচারিত হবে ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

২৪ বছরে ঈদের আগের দিনের নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর