Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ মাতবে মমতাজের গানে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জুন ২০২৩ ১৮:৩৯

ঈদে বাংলাদেশ টেলিভিশনের ( বিটিভি) দর্শকদের মাতাবেন সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। পবিত্র ঈদ-উল আজাহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে এবার থাকছে তার একক সঙ্গীতানুষ্ঠান।

মমতাজ শোনাবেন ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই’, ‘আমারে পোড়াইতে তোমার এত আয়োজন’ ‘ঘুরঘুর পোকা’ ‘দেওয়ানা করে দে’, তোমায় কত ভালাবাসি অন্তরযামি জানে’ ‘কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো’, আমার এই ভরাস ছিল মনে গো…’ ও ‘বন্ধু তুই লোকাল বাস’ গানগুলো।

বিজ্ঞাপন

সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনা এবং ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭ টায়।

অনুষ্ঠানটির প্রযোজক জানান, মমতাজ দেশের ফোক সম্রাজ্ঞী। দর্শক-শ্রোতাদের মাঝে তার গান নিয়ে আগ্রহ রয়েছে। তাই আমরা ঈদ আয়োজনে তার সংগীতানুষ্ঠানের ব্যবস্থা করেছি। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।

সারাবাংলা/এজেডএস

একক সংগীতায়োজন বিটিভি মমতাজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর