Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়তমার জন্য বৃদ্ধ হলেন শাকিব

আহমেদ জামান শিমুল
২০ জুন ২০২৩ ১৮:১২

প্রেম শ্বাশত, প্রেম পবিত্র। প্রেমিকার জন্য প্রেমিকের অপেক্ষাও অনেক সময় ফুরায় না। অনেক প্রেমিক তো তার পুরো জীবনটায় কোরবানি করে দেয়। তবুও প্রেমিকাকে আপন করে পান না। শাকিব খানেরও একই অবস্থা। এখন তার মাথাভর্তি সাদা চুল, শরীরের চামড়া কুচকে গেছে, দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে। পায়জমায় ময়লা লেগে রয়েছে। হাঁটু গেড়ে বসে থেকে শূন্য দৃষ্টিতে কী যেন ভাবছেন। বৃদ্ধ শাকিব তার প্রিয়তমার প্রতীক্ষায় রয়েছেন।

বিজ্ঞাপন

না, বাস্তবের শাকিব এখনও যুবক রয়েছেন। তার জীবনে প্রেম এসেছে। করেছেন সংসারও। দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক শেষও হয়েছে। তাহলে এ প্রতীক্ষা কার জন্য? তার উত্তর মিলবে ঈদের ছবি ‘প্রিয়তমা’-তে।

হিমেল আশরাফ পরিচালিত ছবিটির নতুন একটি পোস্টার উন্মোচিত হয়েছে। সেখানেই দেখা মিলেছে নতুন লুকের শাকিব খানকে। তার ভক্ত সমালোচকদের বেশ চমকে দিয়েছে তার এ লুক। পরিচালক হিমেল তো দাবিই করছেন, ‘এই শাকিব খানকে কেউ দেখে নি আগে। সিনেমা হলে দেখা হবে।’

এটি এ ছবিতে শাকিবের তৃতীয় লুক। এর আগে ত্রিশ সেকেন্ডের এক টিজারে আরেক শাকিবকে দেখা গিয়েছিল। সেখানে তিনি এসেছিলেন ধুলো ঝড় উড়িয়ে।

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘শাকিব ভাই প্রিয়তমা সিনেমার জন্য নতুনভাবে এসেছেন। তার জন্য নিজেকে অনেক প্রস্তুত করেছেন। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। গল্পে চরিত্রের প্রয়োজনে নতুন লুক তৈরি করা হয়েছে।’

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটির কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সারাবাংলা/এজেডএস

প্রিয়তমা শাকিব খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর