বাবরি চুল উড়িয়ে এলেন শাকিব
১৭ জুন ২০২৩ ১৯:২৯ | আপডেট: ১৭ জুন ২০২৩ ১৯:৩০
বাতাসে উড়ছে চুল, মুখে কাপড় বাধা। বাতাসে বাবরি চুল উড়িয়ে শাকিব সামনে এগিয়ে আসছেন। আস্তে আস্তে মুখের কাপড় নামালেন। হাতে থাকা ছুরি সামনে ছুঁড়লেন তিনি। পর্দায় ভেসে উঠলো ‘প্রিয়তমা’, আসছে ঈদুল আযহা, ২০২৩।
ঠিক এমনভাবে শনিবার (১৭ জুন) এক ঝলকে ধরা দিলেন শাকিব খান। ‘প্রিয়তমা’ টিজারটি প্রকাশিত হয়েছে ঠিক সন্ধ্যা সাতটায়। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল।
সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘শাকিব ভাই প্রিয়তমা সিনেমার জন্য নতুনভাবে এসেছেন। তার জন্য নিজেকে অনেক প্রস্তুত করেছেন। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। গল্পে চরিত্রের প্রয়োজনে নতুন লুক তৈরি করা হয়েছে।’
ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটির কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। প্রিয়তমা ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সারাবাংলা/এজেডএস