Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে আরিয়ানের হাত ধরে টিভির পর্দায় শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ জুন ২০২৩ ১৬:৪৯

এই প্রথম ভারতের একটি টেলিভিশন চ্যানেলে একফ্রেমে ধরা দেবেন বলিউডের আলোচিত পিতা-পুত্র জুটি শাহরুখ-আরিয়ান। শীঘ্রই বলিউডে পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করছেন শাহরুখপুত্র আরিয়ান খান। আর তাই ছেলের হাত ধরে এবার করণ জোহরের সঙ্গে কফির কাপে চুমুক দেবেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শাহরুখ-গৌরী

শাহরুখ-গৌরী

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, কফি উইথ করণের নতুন সিজনের অংশ হতে চলেছেন শাহরুখ-আরিয়ান। শো-এর জন্মলগ্ন থেকে বন্ধু করণের অনুরোধে বহুবার কফি কাউচে হাজির হয়েছেন শাহরুখ। তবে গত সিজনের অংশ হননি শাহরুখ। ‘জিরো’র ব্যর্থতার পর লম্বা সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন কিং খান, এরপর ‘পাঠান’ নিয়েই ব্যস্ত ছিলেন শাহরুখ। সেই জন্যই করণ জোহরের শো-তে হাজির হননি নায়ক। তবে খান পরিবারের হয়ে শাহরুখপত্নী গৌরী খান যোগ দেন ‘কফি উইথ করণ সিজন ৭’-এ।

বিজ্ঞাপন

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্টানুসারে আগস্ট বা সেপ্টেম্বরেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। এইবারের শো-এর সবচেয়ে বড় চমক হতে চলেছে শাহরুখ ও আরিয়ানের উপস্থিতি। সূত্রের খবর, সব ঠিক থাকলে গৌরী খানকেও সেই এপিসোডের অংশ হিসাবে দেখা যেতে পারে!

আরিয়ান খান

আরিয়ান খান

বলিউডের প্রেক্ষাপটে তৈরি আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’। শুধু পরিচালনা নয়, এই সিরিজের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন আরিয়ান। দীর্ঘদিন ধরে এই প্রোজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন শাহরুখ-গৌরীর ছেলে। আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র। ইতিমধ্যেই আরিয়ানের সিরিজের জন্য শ্যুটিং সেরেছেন করণ জোহর, রণবীর কাপুররা। গত বছর ডিসেম্বরেই এই প্রোজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

আরিয়ান খান ছেলে আরিয়ানের হাত ধরে টিভির পর্দায় শাহরুখ শাহরুখ খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর