আয়রন ম্যানের পোশাক চুরি
১০ মে ২০১৮ ১৩:২৪ | আপডেট: ১০ মে ২০১৮ ১৪:৪৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
আয়রন ম্যান নিজেই এখন সংকটাপন্ন। কারণ তার বিশেষ পোশাক চুরি হয়ে গেছে। পর্দায় আয়রন ম্যানকে সব ধরনের সমস্যা থেকে সবাইকে রক্ষা করতে দেখা যায়। কিন্তু আয়রন ম্যানকে এখনো পর্যন্ত সমস্যা থেকে রক্ষা করতে পারেনি কেউ। হারিয়ে যাওয়া পোশাকটি খুঁজে দিতে পারছে না পুলিশও।
লস এঞ্জেলসের প্রপ স্টোর থেকে খোয়া গেছে পোশাকটি। সেখানবার পুলিশ পোশাক খুঁজতে ইতিমধ্যেই জোর তদন্ত চালাচ্ছে। লস এঞ্জেলসের পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিশেষ ওই পোশাকটির আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার ডলার।
আন্তর্জাতিক গণমাধ্যম পিপল জানাচ্ছে, আয়রন ম্যানের বিশেষ পোশাকটি ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিলের মধ্যে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০০৮ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান’ সিরিজের প্রথম সিনেমায় রবার্ট ডাওনি জুনিয়র পরেছিলেন পোশাকটি। জেল থেকে ফিরেই আয়রন ম্যান দিয়ে চমকে দিয়েছিলেন ডাওনি জুনিয়র। ১৪০ মিলিয়ন বাজেটের ছবিটি আয় করে ৫৮৫ মিলিয়ন ডলার।
সারাবাংলা/পিএ/পিএম