Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদযাপিত হলো আইজিসিসি’র ৮ম বর্ষপূর্তী


১০ মে ২০১৮ ১২:২৪ | আপডেট: ১০ মে ২০১৮ ১২:৪৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

গান, আবৃত্তি, যোগ ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে ৮ম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। বুধবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন আইজিসিসির শিক্ষক-শিক্ষার্থীরা। মে মাসে জন্ম নিয়েছিলেন দুই মহান সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। আইজিসিসির শিক্ষার্থীরা মহান দুই সাহিত্যিকের গান, কবিতা ও তাদের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

আইজিসিসির মণিপুরী নৃত্যগুরু ওয়ার্দা রিহাবের পরিচালনায় ‘আনন্দলোকে’ ও ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন তার শিক্ষার্থীরা। হিন্দি শিক্ষক ড. যোগেশ বশিষ্ঠের নির্দেশনায় হিন্দি শিক্ষার্থীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘আমার মাথা নত করে দাও’ ও কাজী নজরুল ইসলামের কবিতা ‘কামাল পাশা’।

এছাড়াও, যোগগুরু শ্রীমতি মাম্পি দের পরিচালনায় যোগ শিক্ষার্থীরা দু’ধরনের যোগাসন প্রদর্শন করেন। আইজিসিসির কত্থকগুরু মুনমুন আহমেদের পরিচালনায় চারটি নৃত্য পরিবেশন করেন কত্থক শিক্ষার্থীরা। চিত্রকলার শিক্ষক শক্তি নোমানের নির্দেশনায় শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হয় মিলনায়তনের গ্যালারিতে।

অনুষ্ঠানের শেষে ২০১৭ সালে কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া শিক্ষকদের দেয়া হয় ক্রেস্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর