ডিপজলের ছবি ২১ সিনেমা হলে
৯ জুন ২০২৩ ১৪:৪৬ | আপডেট: ৯ জুন ২০২৩ ১৭:১৯
ডিপজল অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ মুক্তি পেয়েছে শুক্রবার (৯ জুন)। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি চলছে ২১টি সিনেমা হলে।
‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে জামাই তথা নায়কের ভূমিকায় আছেন ডিপজল; আর তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান। এছাড়াও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ।
বেশ কিছু দিন আগেই ছবিটির পোস্টার-ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেগুলো দেখে দর্শক যে সন্তুষ্ট হতে পারেনি, তার প্রমাণ মন্তব্যের ঘরেই পাওয়া যায়। এ ধরনের ছবি এখন আর দর্শক দেখে না বলেই মনে করেন তারা। যদিও ছবি সংশ্লিষ্টদের প্রত্যাশা বরাবরই ইতিবাচক।
যে সকল সিনেমা হলে ছবিটি চলছে
চিত্রা মহল (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা সিনেমা হল (শ্রীপুর, গাজীপুর), সেনা অডিটোরিয়াম (ঢাকা), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), নিউ মেট্রো সিনেমা হল (নারায়ণগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), অভিরুচি সিনেমা হল (বরিশাল), নন্দিতা (সিলেট), সোনিয়া (বগুড়া), পান্না সিনেমা হল (মুক্তারপুর, মুন্সিগঞ্জ), তাজ (নওগাঁ), রূপসী (ভোলা), পূর্ণিমা (কোম্পানিগঞ্জ, সিলেট), মমতা সিনেমা হল (মাধবদী, নরসিংদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), সাধনা (রাজবাড়ী)।
সারাবাংলা/এজেডএস