Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ পুত্রের অভিষেকে রণবীর কাপুর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ জুন ২০২৩ ১৫:৪৮

ক্যামেরার সামনে নয়, পিছনেই কাজ করতে স্বচ্ছন্দ শাহরুখ-পুত্রের। তাই বাবার মতো নায়ক নয়, পরিচালক হওয়ার স্বপ্ন আরিয়ান খানের। সেইমতো শিগগিরই নিজের ডেবিউ শো ‘স্টারডম’ নিয়ে হাজির হবেন এই স্টারকিড। আর আরিয়ান খানের ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন রণবীর কাপুর।

শাহরুখ পুত্রের এই সিরিজে ক্যামিও চরিত্রে থাকবেন ঋষি কাপুর পুত্র। কাকতালীয়ভাবে ‘দিওয়ানা’ ছবির সঙ্গে রুপালি দুনিয়ার সফর শুরু করেছিলেন শাহরুখ, সেই ছবির নায়ক ছিলেন ঋষি কাপুর। তিন দশকের ব্যবধানে শাহরুখ পুত্রর প্রথম প্রজেক্টের অংশ হচ্ছেন রণবীর।

বিজ্ঞাপন

ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং, শুধু তাই নয় শুটের প্রথম দিন ছেলেকে উৎসাহ দিতে সেটে হাজির ছিলেন খোদ কিং খান। প্রসঙ্গত, আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই সিরিজের কাহানিও লিখেছেন আরিয়ান, দীর্ঘদিন ধরে এই প্রজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন শাহরুখ-গৌরীর ছেলে।

সম্প্রতি আরিয়ানের শো-এর সেটে হাজির হয়েছিলেন রণবীর। শুধু ক্যামিও চরিত্রের শুটিং সারাই নয়, সিরিজ নিয়ে নাকি দীর্ঘক্ষণ কথা হয় রণবীর-আরিয়ানের। নবাগত আরিয়ানকে ফিল্ম মেকিং নিয়ে গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছেন সিনিয়র রণবীর। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র।

শুধু রণবীর কাপুরই নন, ‘স্টারডম’-এ অতিথি শিল্পী হিসাবে দেখা মিলবে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরেরও। গত বছর ডিসেম্বরেই এই প্রজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট। সিরিজের চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে আরিয়ান লিখেছিলেন, ‘লেখার পর্ব শেষ…. অ্যাকশন বলবার জন্য আর অপেক্ষা করতে পারছি না’। নিজের প্রোজেক্ট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু খোলসা করেননি আরিয়ান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আরিয়ান রণবীর কাপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর