Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলু মিয়ার সঙ্গে কী ঘটেছিল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুন ২০২৩ ১৭:০৭

ফজলু মিয়া একটি হাসপাতালে ওটি সহকারি হিসেবে কাজ করছেন অনেক দিন যাবত। গ্রামের সহজ সরল মানুষ। কারও কোনো বিপদ আপদ দেখলে পরিচিত কিংবা অপরিচিত হোক বসে থাকতে পারেন না। তার এ গুণের কারণে তাকে খুব পছন্দ করেন ডাক্তার ইফতি। কিন্তু ডাক্তার নাদিয়া কেন জানি তাকে দেখতে পারে না।

ডাক্তার নাদিয়ার কারণে ফজলু মিয়াকে হাসপাতালের অন্যরাও পছন্দ করেন না। কোনো এক ঘটনায় ফজলুর চাকরি যাওয়ার উপক্রম হয়। কিন্তু ডাক্তার ইফতির কারণে তার চাকরিটা টিকে যায়। কিন্তু কী এমন ঘটেছিল যার কারণে ওইদিন তার চাকরি যাওয়ার উপক্রম হয়েছিল?

বিজ্ঞাপন

এমনই গলে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘১৫ দিনের ছুটি’। সানজিদ খান প্রিন্সের পরিচালনায় নাটকটি লিখেছেন পারভেজ ইমাম। এতে ফজলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন তানভির মাসুদ। ডাক্তার নাদিয়া চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর ও ডাক্তার ইফতি চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম।

সারাবাংলা/এজেডএস

১৫ দিনের ছুটি তানভীর মাসুদ ফজলু মিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর