Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুলতানপুর’ চলছে ২২ সিনেমা হলে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জুন ২০২৩ ১৫:২৬

সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ মুক্তি পেয়েছে শুক্রবার (২ জুন)। ছবিটি দেশের ২২টি সিনেমা হলে চলছে। আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।

দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সৈকত নাসির। তাছাড়া এর হিন্দি স্বত্ব এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে হিন্দি ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অচিরেই দেখা যাবে সিনেমাটি।

বিজ্ঞাপন

যে সকল সিনেমা হলে ছবিটি চলছে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিংমল), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), আনন্দ সিনেপ্লেক্স ( গুরুদাসপুর) ও স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), মধুমিতা সিনেমা (ঢাকা), চিত্রামহল সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), বিজিবি সিনেমা (ঢাকা), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), শাপলা সিনেমা (রংপুর), সঙ্গীতা সিনেমা (খুলনা), নন্দিতা সিনেমা (সিলেট), মম ইন (বগুড়া) ও রাজিয়া সিনেমা ( নাগরপুর)।

সারাবাংলা/এজেডএস

অধরা খান আসাদ জামান সুলতানপুর সৈকত নাসির

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর