Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজের আইডি থেকে ভিডিও ফাঁস, সন্দেহের তীর যার দিকে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ মে ২০২৩ ১৬:৩৬

অভিনেতা শরিফুল রাজের আইডি থেকে গেল রাতে বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলোতে তার সঙ্গে দেখা গেছে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। যেখানে তারা মজার ছলে বিভিন্ন কথা বলছিলেন। যার বেশিরভাগই আপত্তিকর শব্দ ব্যবহার করে। যদিও কয়েক ঘণ্টা পরে রাজ ভিডিওগুলো সরিয়ে ফেলেন। কিন্তু হুট করে রাজের আইডি হ্যাক, ভিডিও প্রকাশ ও তা দ্রুতই মুছে ফেলা— এসবের পিছনে সন্দেহের তীর একজনের দিকে দিচ্ছেন সবাই। আর তিনি হচ্ছেন পরীমণি, শরিফুল রাজের জীবনসঙ্গী।

বিজ্ঞাপন

ভিডিও প্রকাশের পরে সুনেরাহ বিনতে কামাল তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তার সঙ্গে রাজের সাম্প্রতিক সময়ের একটি সেলফি নিয়ে পরীমণি খারাপভাবে প্রতিক্রিয়া দিয়েছেন বলে জানিয়েছেন। পরীমণির নাম উল্লেখ না করে রাজের আইডি হ্যাকের ব্যাপারে তার দিকেই ইঙ্গিত দিয়েছেন এ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়িকা।

ফেসবুকে সুনেরাহ লিখেছেন, রাজকে আমি দশ বছরের বেশি সময় ধরে চিনি এবং ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। বেস্টফ্রেন্ডদের সাথে কেমন কথা হয় তা আমাদের সবার জানা। সমস্যা একটাই, ও পুরুষ আর আমি নারী। রাজের বিয়ের পরে ওর সঙ্গে আমার যোগাযোগ হয়নি বললেই চলে। সেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল একটি ডাবিং স্টুডিওতে, আমরা একটি ছবি তুলি। আমি জানিনা পুরনো বন্ধুদের সঙ্গে ছবি তোলায় কী ভুল ছিল। তার স্ত্রী ছবিটি দেখে আমার ওপর কোনো কারণ ছাড়াই রেগে গিয়েছেন। যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেগুলো পাঁচ বছর আগের। আমাদের বয়স কম ছিল। আমরা সেভাবেই কথা বলার চেষ্টা করছিলাম যেভাবে নো ডরাইয়ের জন্য প্রতিদিন সব ভাবে প্র্যাকটিস করেছিলাম। কারণ আমরা (বিশেষ করে আমি) সিনেমায় এসব গালি ব্যবহার করেছি। আরেকটি ফটো আমি তাকে পাঠিয়েছিলাম শুটিং-এর প্রয়োজনে মার খেয়ে ব্যথা পেয়েছিলাম সেটা দেখানোর জন্য (ছবিতে লিয়াকত আমাকে মারতেন। যারা নডরাই দেখেছেন তারা জানেন), আঘাতের কারণে শুটিং-এ যাওয়ার মতো অবস্থায় নেই বোঝাতে। এই ছবি আমি শুধু তাকে পাঠাইনি, নির্মাতাকেও দিয়েছি। এটাকে বড় করে দেখবেন না অনুগ্রহ করে, কারণ আইডি হ্যাক হয়েছিল এটা নিশ্চিত আর আমরা সবাই জানি কে করেছেন। যিনি সবকিছুই মানুষকে জানানোর ছুতো খোঁজেন। আমি আইনি ব্যবস্থা নেব যারা এগুলো ছড়িয়ে আমাকে হেনস্তা করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে। ধন্যবাদ।

বিজ্ঞাপন

২৩ মে সুনেরাহ সামাজিক মাধ্যমে একটি সেলফি শেয়ার করেন। সেই সেলফিতে শরিফুল রাজ ছাড়াও ছিলেন সিয়াম আহমেদ, কিটো ভাই খ্যাত মাশরুর ইনান ও রিপন নাথ। ক্যাপশনে সুনেহরা লিখেছিলেন, ‘আরেহ’। সেই ছবিতে পরীমনিও মন্তব্য করেছেন, দিয়েছেন লাইক রিঅ্যাক্ট। এক ডাবিং স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি। সুনেরাহর দেয়া স্ট্যাটাস অনুযায়ী এই ছবির জন্যই ঘটেছে লঙ্কাকাণ্ড!

তবে এ ইস্যুতে শরিফুল রাজ কিংবা পরীমণির কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এজেডএস

আইডি হ্যাক শরিফুল রাজ সুনেরাহ বিনতে কামাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর