Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোক স্টুডিওতে জসীম উদ্‌দীন ও আব্বাসউদ্দীনের গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ মে ২০২৩ ১৭:২১

রিপন কুমার সরকারের (বগা) অনবদ্য পরিবেশনা নিয়ে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলা’র নতুন গান “নদীর কূল।” সঙ্গীত ও সংস্কৃতির ফিউশনের জন্য পরিচিত প্ল্যাটফর্মটির এই নতুন গানে পল্লীকবি জসীম উদ্‌দীন ও কিংবদন্তী শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। “নদীর কূল” হলো আব্বাসউদ্দীনের গাওয়া এবং জসীম উদ্‌দীনের লেখা কালজয়ী গানটির আধুনিক সংস্করণ।

শায়ান চৌধুরী অর্ণব বলেন, “এই প্ল্যাটফর্মের শুরু থেকেই আমরা বাংলা গানকে বৈশ্বিক প্ল্যাটফর্মে, বিশেষত তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চেয়েছি। সঙ্গীতপ্রেমী এই জাতির আবেগকে ফুটিয়ে তুলতে আমরা নতুন ও অনন্য কিছু উপাদান এতে যোগ করেছি। প্ল্যাটফর্ম হিসেবে কোক স্টুডিও বাংলা শুধু গায়ক নয়, বরং শিল্পীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করছে। এবং বিভিন্ন ধারার বাদ্যযন্ত্রী, শিল্পী ও গায়করা একত্রে কাজ করলে কী অসাধারণ কিছুর সৃষ্টি হতে পারে, “নদীর কূল” তার একটি চমৎকার উদাহরণ। এর ফলে প্রত্যেক শিল্পীই মতবিনিময় করা, নতুন কিছু শেখা এবং শিল্পী হিসেবে বেড়ে ওঠার সুযোগ পান।”

বিজ্ঞাপন

মূলত এটি একটি ভাটিয়ালী গান। তবে গানটির যেসব অংশে সুরের খেলা রয়েছে সেখানে কীর্তনের প্রভাবও রয়েছে। এর মাধ্যমে নদীর একটি ভিন্ন চিত্র ফুটে উঠেছে। গানটির শিল্পী রিপন কুমার সরকারের (বগা) নিজের কীর্তনের দল রয়েছে। এই ধরনের গানে তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণে এটি তার শিল্পী সত্ত্বার প্রকাশের জন্য একটি চমৎকার গান। বিশেষত বাঁশি ও খোলের ব্যবহারের ফলে কীর্তন ধারাটি ফুটে উঠেছে ও “নদীর কূল” গানটি হয়ে উঠেছে প্রাণবন্ত।

তিনি তার অনুভূতি জানিয়ে বলেন, “আব্বাসউদ্দীনের মতো বিখ্যাত শিল্পী এবং জসীম উদ্‌দীনের মতো মহান কবির গান গাইতে পারা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। ভাটিয়ালী ও কীর্তনের মতো উপাদান এখানে আছে, যা একসাথে মিলে দর্শক-শ্রোতাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতার সৃষ্টি করে।”

বিজ্ঞাপন

রিপন ও অর্ণবের পাশাপাশি গানটিতে আরো আছেন জ্যাজ শিল্পী ইদ্রিস। সুথসেয়ার নামে লন্ডনে তার নিজস্ব ব্যান্ড আছে। দেশের বাইরে সঙ্গীত নিয়ে কাজ করলেও তার বাংলাদেশী পরিচয় তাকে নিজের শিকড় খুঁজে বের করতে উদ্বুদ্ধ করেছে।

কোক স্টুডিও বাংলা-র অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে “নদীর কূল” উপভোগ করা যাচ্ছে।

সারাবাংলা/এজেডএস

আব্বাসউদ্দীন কোক স্টুডিও বাংলা জসীম উদ্‌দীন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর