Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করলেন গায়ক ইমরান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ মে ২০২৩ ২০:১৯

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান বিয়ে করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজেই খবরটি জানিয়েছেন। কনের নাম মেহের আয়াত জেরিন। বুধবার (২৪ মে) পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে। আগামী নভেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

ইমরান তার ফেসবুকে লিখেছেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশা আল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। তিনি বর্তমানের ব্যস্ত প্লে-ব্যাক শিল্পীদের একজন।

সারাবাংলা/এজেডএস

আয়াত জেরিন বিয়ে করলেন ইমরান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর