Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহ পেছালো পরীমণির ‘মা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ মে ২০২৩ ১৫:৫৯

কথা ছিলো এ শুক্রবার (১৯ মে) মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাবে ২৬ মে।

নানাবিধ কারণে ছবিটির মুক্তির কারণ পিছিয়ে দিয়েছেন পরিচালক। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে অরণ্য আনোয়ার লেখেন, ‘১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে মা। ২০ মে মার্সে দো ফিল্ম – এ মা স্ক্রিনিং। ২২ মে ঢাকা ফিরবো। তারপর ২৬ মে। মা মুক্তির তারিখ পিছিয়ে যাবার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করবো এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।’

বিজ্ঞাপন

ছবিটির প্রযোজক-পরিচালক এ মুহূর্তে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে অবস্থানের কারণে ছবিটি মুক্তি পেছানো হয়েছে বললেও গেল সপ্তাহে সারাবাংলাকে তিনি বলেছিলেন, দেশের মাল্টিপ্লেক্সগুলো বিদেশি ছবির কারণে তাদেরকে কোনো শো দিচ্ছে না। তাই ১৯ মে ছবিটি মুক্তি নিয়ে তারা অনিশ্চিয়তায় পড়েছেন।

উল্লেখ্য, ‘মা’ ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। গত বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবিটির শুটিং।

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমণী ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

সারাবাংলা/এজেডএস

পরীমণি মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর