Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্থ প্রতীম রায়ের নতুন গানের ভিডিও

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ মে ২০২৩ ১৭:৩২ | আপডেট: ৭ মে ২০২৩ ১৭:৩৪

পার্থ প্রতীম রায়ের কথা, সুর ও গায়কীতে তৈরি হয়েছে ‘শুধু তোমাকেই’ শিরোনামের গান। রবিবার (৭ই মে) বিকালে এর প্রকাশিত হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।এটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান।

মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে সি. এফ. জামান বলেন, ‘পার্থ প্রতীম রয় আমার ছোট বেলার বন্ধু, পরিচালক হিসেবে বড় কোন কাজ হাতে নেওয়ার আগে তাই বন্ধুর গান নিয়েই একটি মিউজিক ভিডিও বানালাম নিজের সক্ষমতা প্রকাশ করতে। রিয়াজুল রিজুকে এই মিউজিক ভিডিওর মূল চরিত্রে নিয়েছি এক প্রকার ট্রিবিউট হিসেবে।’

বিজ্ঞাপন

এদিকে সি.বি. জামান হার্ট অ্যাটাক করে বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে এই মিউজিক ভিডিওর প্রচারণায় সি.এফ. জামান সময় ব্যয় করতে পারছেন না। তার বিশ্বাস কনটেন্ট ভালো হলে নিজে থেকেই মানুষের মনে ধরবে আর খারাপ হলে তিনি পরবর্তী কাজগুলোতে নিজের ভুলগুলো শোধরাবার চেষ্টা করবেন। তিনি সবার কাছে নিজের বাবার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/এজেডএস

পার্থ প্রতীম রায় সি.এফ. জামান

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর