Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবিকে নিয়ে বিশেষ আয়োজন


৮ মে ২০১৮ ১৩:২৫ | আপডেট: ৮ মে ২০১৮ ১৩:৩০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

হোক গ্রাম, মফস্বল বা নগর। মানুষের জীবনে নানাভাবেই জড়িয়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেম-বিরহ, আনন্দ-কান্না কিংবা প্রতিবাদে শক্তি সঞ্চয়, সবখানেই বাঙালির আশ্রয় তিনি। মঙ্গলবার (৮ মে) ২৫ শে বৈশাখ। সবার আশ্রয়ের এই মানুষটির ১৫৭তম জন্মজয়ন্তী।

শিল্প-সাহিত্যের সবক্ষেত্রেই তাই আজ আনন্দ আনন্দ রব। গান, নাটক, কবিতা ও লেখায় আজ (মঙ্গলবার) শুধু বিশ্বকবি। দেশের শিল্প-সাহিত্যের মানুষেরা বিভিন্নভাবে স্মরণ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।

২৫ বৈশাখ উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে দুই দিনের রবীন্দ্র উৎসব। গান, পাঠ, আবৃত্তি, নাচ দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। তবে এবার উৎসবে যুক্ত করা হয়েছে গীতি আলেখ্য ও গীতিকাব্য। ‘মহাবিশ্বে মহাকাশে’ গীতি আলেখ্য রচনা করেছেন অরুণাভ লাহিড়ি। আর রবীন্দ্র ভাবনায় ভ্রষ্টলগ্ন নিয়ে  সন্‌জীদা খাতুনের ভূমিকা ও গ্রন্থনায় পরিবেশিত হবে গীতকাব্যটি। ৮ ও ৯ মে (মঙ্গল ও বুধবার) ছায়ানট মিলনায়তনে দুদিনের অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ’টায়।

রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালায় সবচেয়ে আকর্ষণীয় অংশ রবীন্দ্রসংগীত। আর তা যদি হয় রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে তাহলে তো কথাই নেই। হ্যাঁ, অনুষ্ঠানমালায় থাকছে বন্যার গান। যারা রেজওয়না চৌধুরী বন্যার গান শুনতে চান তাদের চোখ-কান খোলা রাখতে হবে (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫০-এ চ্যানেল আইয়ের পর্দায়। ‘রবির গানে ভিন শহরে- মেঘালয়’ শিরোনামে প্রচার হবে অনুষ্ঠানটি।

নিয়মিত যারা রবীন্দ্রসংগীত গান না, রবীন্দ্রজয়ন্তীতে তাদের অনেকেই গেয়েছেন রবির গান। যেমন গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। গীত ও রবীন্দ্রসঙ্গীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ শোনা যাবে কোনালের কণ্ঠে। নতুন করে এর সংগীতায়োজন করেছেন মার্সেল, মিউজিক ডিজাইন করেছেন নির্ঝর চৌধুরী আর ভিডিও আর্ট নির্মাণ করেছেন তানিহা আফরিন। অনলাইনে পাওয়া যাচ্ছে গানটি।

বিজ্ঞাপন

আর নাটক তো থাকছেই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘দালিয়া’। কাওনাইন সৌরভরে চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ৮ মে (২৫ বৈশাখ, মঙ্গলবার) রাত ৯টা ০৫মিনিটে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভাবনা, আনিসুর রহমান মিলন, রুনা খান।

একই চ্যানেলে মঙ্গলবার (৮ মে) রাত ১১টা ২৫মিনিটে অনিমা রায় ও জয়িতার গান শুনতে পাবেন দর্শক শ্রোতারা। সরাসরি এই বিশেষ গানের অনুষ্ঠানের শিরোনাম ‘আমি কান পেতে রই’। গানের সঙ্গে শ্রোতাদের বিশেষ পাওয়া হবে দেশখ্যাত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার আবৃত্তি। গানের ফাঁকে ফাঁকে তিনি শোনাবেন রবির কবিতা। অনুষ্ঠানটি সঞ্চালনাও করবেন শিমুল মুস্তাফা।

সারাবাংলা/পিএ/টিএস/পিএম

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর