Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার ফাইটারস দিবসে ‘অগ্নিপুরুষ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ মে ২০২৩ ১৬:৪৫

আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। গল্প ও চিত্রনাট্যে করেছেন আহমেদ খান হীরক। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল, সুনেরাহ বিনতে কামাল। ফায়ার ফাইটারস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১টায় দীপ্ত টিভিতে ও দীপ্ত প্লেতে আসছে ছবিটি।

একের পর এক অগ্নিকান্ড ঘটে যাচ্ছে দেশে। মানুষ মুহূর্তে হারিয়ে ফেলছে তাদের সবর্স্ব। এই অগ্নিকান্ডের সময় নির্ভীক কিছু যোদ্ধা পাওয়া যায়, যারা নিজের জীবনকে তোয়াক্কা না করে লড়াই করে লেলিহানের বিরুদ্ধে। আতিক তেমনই একজন। দেশের জন্য, মানুষের জন্য নির্ভীক আতিক পেশায় একজন ফায়ার ফাইটার। বিপত্তি শুধু একটাই, তার স্ত্রী বিউটি। আতিক আগুন নেভাতে গেলে বিউটির চিন্তার শেষ থাকে না। এমন ঝুঁকিপূর্ণ কাজ সে করতে দিতে চায় না স্বামীকে। কিন্তু আতিকের এক কথা–অন্যরা নিজের জন্য বাঁচে, আর ফায়ার ফাইটাররা বাঁচে অন্যদের জন্য!

বিজ্ঞাপন

এরই মধ্যে বিউটি সন্তান প্রসব করে। ভয়টা এবার তার বাড়ে আরো। আতিকও নিজের অনিশ্চিত জীবন নিয়ে পড়ে যায় দ্বিধায়। সাধ আর সাধ্যের টানাপোড়েনে আতিক দাঁড়াবে কোন পথে? সবার জীবনের দুর্ঘটনায় লড়াই করা আতিক কি পারবে নিজের জীবনের দুর্ঘটনা এড়াতে? আগুনের বিরুদ্ধে যুদ্ধ করা অগ্নিপুরুষদের জীবনের গল্প নিয়ে আসছে দীপ্ত প্লের অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘‌অগ্নিপুরুষ‘‌।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, ‘‌অগ্নিপুরুষ আসলে একজন ফায়ার ফাইটারের জীবনের গল্প। ফায়ার ফাইটাররা আমাদের সবচেয়ে বিপদের সময় পাশে থাকে। অথচ তারা সমাজে তেমন ভাবে তাদের কাজের জন্য এপ্রিসিয়েশন বা হাইলাইটেড হয় না। আমরা খুব সহজভাবেই তাদের জীবন সংগ্রামটা তুলে ধরতে চেয়েছি। ফায়ার ফাইটারদের নিয়ে খুব একটা কাজ হয় না। ফলে তাদের কাজের ধরন,অপারেশনগুলো আয়ত্ত করতে আমাদের ঘাম ঝরেছে। তবে আমাদের পুরো ইউনিট চেষ্টা করেছে। আগুনের ভয়াবহতা আমরা বুঝতে পেয়েছি কাজটা করতে গিয়ে। বুঝতে পেরেছি কী কঠিন কাজ করতে হয় আমাদের আসল অগ্নিপুরুষদের!

বিজ্ঞাপন

চিত্রনাট্যকার আহমেদ খান হীরক বলেন, ‘‌ইদানিং পরপর অনেকগুলো অগ্নিবিপর্যয়ের ঘটনায় আবারও ফায়ার সার্ভিসের সাহসিকতা ও নির্ভরতার ঘটনা আমাদের সামনে হাজির হয়েছে। তারা নিজেদের জীবনবাজি রেখে আমাদের জীবন ও সম্পদের রক্ষা করেন; তবে দুর্ভাগ্যের বিষয় তাদের জীবন আমাদের গল্পে উঠে আসে না। কিন্তু অগ্নিপুরুষ ঠিক সেই কাজটিই করেছে; ফিল্মটিতে উঠিয়ে এনেছে জীবনবাজি রাখা এক মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প‘‌।

‘অগ্নিপুরুষ’ নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

সারাবাংলা/এজেডএস

অগ্নিপুরুষ সুনেরাহ বিনতে কামাল সোহেল মন্ডল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর