Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুটো ছবির সঙ্গেই দর্শক ঈদ উদযাপন করবে: বুবলি


২২ এপ্রিল ২০২৩ ১৪:০৩

ক্যারিয়ারের শুরুতেই এক ঈদে দুটি ছবি মুক্তি পেয়েছিল বুবলির। সে ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবারের ঈদে। ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং ‘লোকাল’ দুটি ছবিই নিয়ে তিনি আশাবাদী। ছবিগুলো নিয়ে কথা বলেছেন সারাবাংলার সিনিয়র নিউজরুম এডিটর আহমেদ জামান শিমুলের সঙ্গে।

একসঙ্গে দুই ছবি

আমি খুবই খুশি আবারও একসঙ্গে দুটি ছবি মুক্তি পাচ্ছে। একজন অভিনয়শিল্পীর জন্য যখন ঈদ উৎসবে কোনো ছবি মুক্তি পায়—তা তো এমনিতেই আনন্দের। সেখানে যদি ভালো কিছু ছবি আসে তাহলে আরও ভালো লাগে। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি যে ঈদে মুক্তি পাবে তা দর্শকরা আগে থেকেই জানেন। ছবিটি নিয়ে দর্শকরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আবার শেষ মুহূর্তে এসে আমি (সাইফ) চন্দন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম ‘লোকাল’ও আসছে। ভালো লাগছে কারণ আমার মনে হচ্ছে, দুটো ছবির সঙ্গেই দর্শক ঈদ উদযাপন করবে।

বিজ্ঞাপন

লিডার: আমিই বাংলাদেশ

এ ছবিটির গল্পটি অসাধারণ। আপনারা জানেন সুপারস্টার শাকিব খান এ ছবিতে আমার বিপরীতে রয়েছেন। ছবির ‘কথা আছে’ গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতারা অনেক পছন্দ করেছেন। তাছাড়া অনেকদিন পর শাকিব খানের ভক্তরা তার ছবি দেখতে পাবে—এটা বেশ আনন্দের। আমাদের জুটির আগের ছবিগুলো সুপারহিট হয়েছে। আমার বিশ্বাস এটিও হবে।

লোকাল

শেষ মুহূর্তে এটি ঈদে আসার ঘোষণা দেয়। এর ট্রেলার তো দর্শকরা দারুণ পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাতে গোনা কয়েকটি বাদে সব পজেটিভ কমেন্ট ট্রেলার নিচে। এর আগে দর্শকরা আদর আজাদের সঙ্গে ‘তালাশ’ ছবিটি পছন্দ করেছিলেন। এটিতেও এমন কিছু উপাদান আছে যা দর্শকরা পছন্দ না করে পারবেন না।

বিজ্ঞাপন

কোন ছবিটি এগিয়ে রাখছেন

এটা বলা বেশ কঠিন। সিনেমাকে ভালোবেসে অনেকে সন্তানের সঙ্গে তুলনা করে। তাই আমি ছবি দুটো আমার দুটি সন্তান বলবো। তবে দুটো ছবি দুরকম। বাংলা ‘ল’ কিংবা ইংরেজি ‘এল’ দিয়ে ছবি দুটির নাম শুরু। দুটোকেই দর্শক সমান ভালবাসা দিবেন বলে আমার বিশ্বাস।

যেটি আগে দেখবেন

‘লিডার: আমিই বাংলাদেশ’ আগে দেখতে যাবো। কারণ দুটো ছবি তো একসঙ্গে দেখতে যাওয়া সম্ভব না। সেটা দেখা শেষে লোকাল দেখতে যাবো।

টানের পর লোকালে অন্যরকম বুবলি

আসলে শুধু লোকালে না লিডারেও দর্শকরা আমাকে অন্যরকম ভাবে দেখবে। লিডারে তো আমার তিনটি চরিত্র। লোকালের চরিত্রেও অন্যরকম ম্যাজিক আছে। আর কোনটা ছাড়িয়ে যাবে এটা তো দর্শকের উপর।

শাকিবের বিপরীতে আবার কবে

তার সঙ্গে এক ডজন ছবি করেছি। দর্শকরাও পছন্দ করেছেন আমাদের ক্যামিস্ট্রি। সামনে অবশ্যই করবো।

আদরের সঙ্গে জুটি তৈরি হবে কী

দর্শকের চাহিদাতেই জুটি তৈরি হয়। গল্প, চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে অবশ্যই আদরের সঙ্গে আবারও কাজ করা হবে।

ঈদে অপু বিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা

এবারের ঈদে অনেক নায়িকারই ছবি মুক্তি পাচ্ছে। তারা প্রত্যকেই নিজেদের জায়গায় ভালো করছে। আমার মনে প্রতিদ্বন্দ্বী না ভেবে সবাই সবাইকে সহকর্মী হিসেবে দেখলে, একজন আরেকজনকে ছায়া দিতে পারবো। সবার সিনেমার জন্য আমার শুভকামনা। আমার মনে হয় এবার যে জমজমাট পরিস্থিতি বিরাজ করছে তা অনেক দিন পর্যন্ত থাকবে।

সারাবাংলা/এজেডএস/এএসজি

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ দুটো ছবির সঙ্গেই দর্শক ঈদ উদযাপন করবে: বুবলি বিনোদন বুবলি সাক্ষাৎকার সিনেমা

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর