Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গেল স্ক্রিনে শো ভাগাভাগি ঈদের ছবিতে


২১ এপ্রিল ২০২৩ ১৬:০৩

মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক ছবি একই স্ক্রিনে চলে হরহামেশাই। তবে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো এর চলন নেই বললেই চলে। হয়ত কালে ভদ্রে এর দেখা মিলে। তবে এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া ৮টি ছবির মধ্যে কমপক্ষে ৪টি ছবি সিঙ্গেল স্ক্রিনে শো ভাগাভাগি করে চলবে। এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থাগুলো।

ঈদে মুক্তির দৌড়ে এক ডজন ছবির নাম শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পাবে ৮টি ছবি—‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘প্রেম প্রীতি বন্ধন’, ‘আদম’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘পাপ’ ও ‘জ্বীন’।

বিজ্ঞাপন

সর্বাধিক একশ সিনেমা হলে চলবে শাকিব খান বুবলি জুটির ‘লিডার: আমিই বাংলাদেশ’। ছবিটি পরিচালনা করছেন তপু খান। অন্যদিকে মো. ইকবাল পরিচালিত ‘কিল হিম’ হল পেয়েছে ১৩টি। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর সঙ্গে সাভারের সেনা অডিটোরিয়ামসহ বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে শো ভাগাভাগি করতে হচ্ছে। তবে স্টার সিনেপ্লেক্সে সর্বাধিক শো পেয়েছে ‘কিল হিম’।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় মুক্তি পাচ্ছে ‘জ্বীন’ ও ‘পাপ’। জাজ এক সঙ্গে ১৩টি সিনেমা হলে দুটি ছবিই মুক্তি দিচ্ছে। এর মধ্যে থাকা সিঙ্গেল স্ক্রিনগুলোতে এক শোয়ে ‘পাপ’ চললে, পরের শোয়ে ‘জ্বীন’ চলবে। ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয় করেছেন পূজা চেরী, সজল ও রোশান। অন্যদিকে সৈকত নাসিরের পরিচালনায় পাপে অভিনয় করেছেন ববি, রোশান ও নবাগত জাকিয়া মাহা।

সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ দুটি অডিটোরিয়ামসহ ৯টি হলে মুক্তি পাচ্ছে। ছবির প্রধান চরিত্রে আছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। এটিকেও কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে আবু তৌহিদ হিরণের ‘আদম’-এর সঙ্গে শো ভাগাভাগি করতে হচ্ছে। ‘আদম’-এর প্রধান চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এটি চলবে ৫টি সিনেমা হলে।

বিজ্ঞাপন

এবারের ঈদে দ্বিতীয় সর্বাধিক হল পেয়েছে বাপ্পী চৌধুরী অভিনীত ‘শত্রু’ ছবিটি। সুমন ধর পরিচালিত ছবিটিতে বাপ্পীর বিপরীতে রয়েছেন জাহারা মিতু। ছবিটি ২৩টি সিনেমা হলে চলবে।

সবশেষে ঈদে আসার ঘোষণা দেয় সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’। বুবলি ও আদর আজাদ জুটির ছবিটি চলবে ৮টি সিনেমা হলে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল সারাবাংলাকে জানান, এবারের ঈদে সর্বাধিক হল পাচ্ছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি। নতুন, পুরাতন ছবি চলবে সব মিলিয়ে দেড়শ সিনেমা হল খোলা থাকবে ঈদ উপলক্ষে।

সারাবাংলা/এজেডএস/এএসজি

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ টপ নিউজ সিঙ্গেল স্ক্রিনে শো ভাগাভাগি ঈদের ছবিতে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর