Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃখের মুসাফির নিয়ে কাজল আরিফ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ১৭:০৯

সর্বশেষ গত আগষ্ট মাসে প্রকাশিত হয়েছিল সংগীতশিল্পী কাজল আরিফের মৌলিক গানের ভিডিও ‘কেমন ভালোবাস’। ইতোমধ্যে দর্শক শ্রোতামহলের মন জয় করেছে গানটি। গানের সফলতার পর এবার দুঃখের মুসাফির হয়ে আসলেন তিনি।

গানটির কথা লিখেছেন মো. মিজাহারুল ইসলাম, সুর করেছেন শিল্পী নিজে এবং সুব্রত সুমন। সংগীতায়োজন করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানচিত্রটিতে অভিনয় করেছেন শিপন মিত্র, নাইরুজ সিফাত, ফারুক আহমেদ, জাভেদ চৌধুরী এবং শিশু শিল্পী সাদাব। ঈদকে সামনে রেখে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক ষ্টেশন।

বিজ্ঞাপন

নতুন গান প্রসঙ্গে কাজল আরিফ বলেন, এটি মূলত ভালোবাসার গান, ফোক ঘরনার এই গানটিতে ফুটে উঠেছে আমাদের বাস্তব জীবনের গল্প, আমি অনক যত্ন নিয়ে গানটি করার চেষ্টা করেছি। বরাবরের মতোই এ গানটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম সলো অ্যালবাম নতুন একটা প্রেমে পড়ো। পরতীর্তে ধারাবাহিক ভাবে অনেকগুলো গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। এর মধ্যে স্বপ্ন ছেড়া,কসম দিলাম, বর্ষাবরণ—ন্যান্সি কাজল আরিফ, রবেনা এ ধন দর্শক মহলে প্রশংসতি হয়।

সারাবাংলা/এজেডএস

কাজল আরিফ দুঃখের মুসাফির

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর