Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে সান বক্সের গিফট বক্স

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ২০:৫৭

সাত তরুণ নির্মাত প্রথম কাজ নিয়ে ঈদে আসছে ইউটিউব চ্যানেল সান বক্স। ঈদের দিন থেকে পরপর সাতদিন প্রচারিত হবে তাদের নাটক। সান বক্সের গিফট বক্সে দেখা যাবে রাহাত রেজার রচনা ও পরিচালনায় নাটক সাগর বিলাস।

একটা ভবনের কাজের মেয়েদের সমুদ্র ভ্রমণের গল্পের এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল অর্ষা, নাসরা আক্তার সাফা, তানিয়া বিনতে মেহেক, পুস্প পাপড়িসহ আরো অনেকে। নাটক বিবি বিভ্রাটের রচনা ও পরিচালনা করেছেন এস এম কাইয়ুম।

বিজ্ঞাপন

পারিবারিক কলহের এই নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, তাবাসসুম মিথিলা। দীপান্বিতা রায়ের পরিচলনায় নাটক ঝগড়াটে ফ্লাটমেট। তুহিন শেখ নির্মাণ করেছেন সিরিয়াস গার্লফ্রেন্ড। দেখা যাবে মেহেদী তুহিনের আইলোরে নয়া দামান, নসরুল্লাহ মানসুর রাসুর শিরায় শিরায় অন্ধকার এবং মালিহা মোস্তফা সূচনার হাই হিল ড্যান্স।

সারাবাংলা/এজেডএস

গিফট বক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর