Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে মাহফুজুর রহমানের সংগীতায়োজন ‘হৃদয় তোমাকেই চায়’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৫:০৩

সঙ্গীতের প্রতি ড. মাহফুজুর রহমানের রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। প্রতি বছরের মতো এ বছর ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম ‘হৃদয় তোমাকেই চায়’। প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১২ টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান।

অ্যালবামে রয়েছে জানো না, ভালোবাসি বলে, আমি তোমার, বেইমান, ঠিকানা, জীবন সাথী, আমার ভালোবাসা অন্যরকম, তুমি সত্যি করে বলো এবং রিমিক্স দাইমা-২ শিরোনামের গান। এছাড়ও অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় তিনটি গজল। এগুলো হলো গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান ও রাফতা রাফতা এবং চকোরী চলচ্চিত্রের ওহ মেরে সামনে তাসভীর বানে। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

ড.মাহফুজুর রহমান হৃদয় তোমাকেই চায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর