Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখের নাটক ‘কে প্রথম কাছে এসেছি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১৫:১৮

বাঙালির চিরায়ত উৎসব ১লা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক।

নাটকটি নিয়ে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘সুন্দর একটা গল্পে সাধারন কিন্তু পরিচ্ছন্ন একটা মেকিং এর চেষ্টা ছিলো। সকল কলাকুশলী আন্তরিকার সাথে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

নাটকটি প্রসঙ্গে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার মাঝেই থাকি। এ নাটকে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে। যে তার জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রতিকূল এক জীবন কাটিয়ে এসে তার নিজ দুনিয়াটা নিজের জন্য অনুকূল করে তুলতে সক্ষম হয়েছে নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে। এই গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। আমি গল্পের বাইরেও এটুকু বলতে চাই বিশ্বাস ও শ্রম মানুষকে তার অজান্তেই জাদুকর করে তোলে।’

নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, একজন তরুণের সফলতার গল্প এটি। যে গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে সফলতার আনন্দও আছে সমান তালে।’

খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি। এছাড়া নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবার সুর করেছেন মার্সেল!

সারাবাংলা/এজেডএস

কে প্রথম কাছে এসেছি খায়রুল বাসার রোকেয়া জাহান চমক