Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বিটিভির বিশেষ ব্যান্ড শো

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২৩ ১৪:৩৮

ঈদের ব্যান্ড শো মানেই শ্রোতা-দর্শকদের কাছে অন্যরকম এক আকর্ষণ। ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ ব্যান্ড শো।

এ আয়োজনে ঈদের দিন সন্ধ্যা ৭টায় থাকছে ‘বাউল এক্সপ্রেস’, ‘সিম্ফনী’, ‘চিরকুট’ ও ‘আনাড়ী’র পরিবেশনা। মমরেজ মাহমুদের উপস্থাপনায় দর্শকরা শুনবেন ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘বাড়ির পাশে আরশি নগর’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘ মনরে ও মনরে’, ‘প্রেমেতো পড়ে সবাই’, ‘ ও পাখি তোর তাইরে নাইরে’, ‘কাটেনা প্রহর তোমার বিহনে’ এবং ‘ও রাজকুমার’ গানগুলো।

বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকছে পেন্টাগনের পরিবেশনায় ‘নিরবে অকারণে আমি একাকি’, ‘তুমি কোথায় আমারি গভীরে’, আরবো ভাইরাসের পরিবেশনায় ‘এই শহরে আমার যত কষ্ট’, ‘আমার ফেরা আপন নীড়ে’, হ্যালো ব্যান্ডের পরিবেশনায় ‘আমি মিটিং মিছিলে’, ‘তোমার লাগি একই কাতারে’, এবং অবসকিউরের পরিবেশনায় ‘নির্জন রাতের আঁধারে ও ‘জোনাকিরা মিটিমিটি করে’ গানগুলো। ফারজানা বিথীর উপস্থাপনায় ব্যান্ড শো প্রযোজনা করেছেন মোঃ শাহ্ জামান মিয়া।

সারাবাংলা/এজেডএস

বিটিভি ব্যান্ড শো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর