‘মহানগর ২’ নিয়ে ফিরছেন ওসি হারুন
৭ এপ্রিল ২০২৩ ১৭:১৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৩ ১৭:১৮
শুক্রবার সকালে আশফাক নিপুন পরিচালিত ওয়েব সিরিজ ‘মহানগর’ এর অন্তিম পর্বের ট্রেলার প্রকাশ পেয়েছে। যা নিয়ে ঘণ্টা তিনেকের ব্যবধানেই রীতিমত শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ট্রেলারটির দেখে মুগ্ধ হয়ে দর্শকরা জানাচ্ছেন, ‘এক কথায় দুর্দান্ত হয়েছে’!
‘মহানগর’ দেখা দর্শকদের কাছে ওসি হারুন (মোশাররফ করিম) এর বলা অতি পরিচিত সংলাপ ‘দুইটা কথা মনে রাখবেন’। ট্রেলারে তার মুখেই ‘দুইটা কথা ভুলে যাবেন’ সংলাপটি শুনে চমকে উঠেছেন দর্শক!
সেই সঙ্গে ওসি’র মুখে কালো কাপড় পরিয়ে আনার দৃশ্য ও টেবিল চাপড়ানোও বিষয়টি বেশি নজর কেড়েছে।
ট্রেলারে নির্মাতা আরও দেখিয়েছেন, পুলিশের দুর্নীতি এবং উপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরে অতিসাধারণ মানুষ আটকা পড়ে বিভিন্ন জালে। ন্যায় অন্যায়ের জীর্ণজালে যখন চুনোপুঁটি আর রাঘববোয়াল সবাই ছুটছে নিজস্ব কিছু এজান্ডা বাস্তবায়নে, সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুন ওরফে মোশাররফ করিমের।
‘মহানগর ২’ এর বিভিন্ন চরিত্রে আরও ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি প্রমুখ।
সারাবাংলা/এজেডএস