Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নীতুর জন্য’ নাটকে তাসনিয়া ফারিণ ও শাশ্বত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ১৪:৪৫

ঈদে নতুন রূপে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘নীতুর জন্য’ নামের একটি নাটকে চরিত্রের প্রয়োজনে শ্যামল বরণ মেকআপ নিয়েছেন তিনি। এতে নীতু চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকটিতে তাসনিয়া ফারিণের সহশিল্পী শাশ্বত দত্ত। গত ফেব্রুয়ারিতে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করে নজর কেড়েছেন এই তরুণ।

বুধবার (৫ এপ্রিল) থেকে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে।

‘নীতুর জন্য’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘নীতু মেয়েটির গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, ফারিণকে নতুনভাবে দেখা যাবে। আর শাশ্বতকে আমার সম্ভাবনাময় মনে হয়েছে।’

নাটকটি লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী ও ফখরুল বাশার। চিত্রগ্রহণ করছেন রাজু রাজ। আবহ সংগীত করবেন এপি শুভ। আসন্ন ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি।

সারাবাংলা/এজেডএস

তাসনিয়া ফারিণ নীতুর জন্য শাশ্বত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর