Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণ মানুষদের সঙ্গে ইফতার আফরান নিশোর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ এপ্রিল ২০২৩ ২২:২৭

দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে এ রমজানে সাধারণ মানুষকে ইফতার করানোর উদ্যোগ নেওয়া হয়েছ। তারই অংশ হিসেবে শনিবার (১ এপ্রিল) প্রায় ১২শ অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি নিজ হাতে সাধারণ মানুষের জন্য ইফতারের খাবার বেড়ে দিয়েছেন। সাজিয়েছেন প্লেট।

তিনি বর্তমানে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবির শুটিংয়ে চট্টগ্রামে রয়েছেন। চরকি প্রযোজিত ছবিটিতে তার বিপরীতে রয়েছেন তমা মীর্জা। এটির তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এর এক ফাঁকে তিনি বিদ্যানন্দের এ আয়োজনে অংশ নেন।

বিজ্ঞাপন

এ কাজে অংশ নেওয়া নিয়ে নিশো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ একজন। নিজেকে অসাধারণ মানুষ মনে করি না। আমরা কখনোই চাই না বৈষম্য বাড়াতে। আমাদের ধর্ম বলুন কিংবা সামাজিকভাবেও বলা হয় যে, সবাই মিলেমিশে থাকি। সুতরাং এত বিভাজন আমি নিজেও পছন্দ করি না।’

কাজটি করে আফরান নিশো মনে প্রশান্তি পেয়েছেন বলেও জানিয়েছেন। ‘আজকে অনেক সাধারণ মানুষের মাঝে এসে ভালো লাগছে। এই উদ্যোগটা আসলেই ভালো। আর বিদ্যানন্দ এমন একটা প্রতিষ্ঠান, যেখানে আসতে কোনও আবেদন করতে হয় না। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের সব কিছু হয়ে যাচ্ছে। এটা চমৎকার উদ্যোগ। আর অনেক দিন পর আমি অনেকগুলো প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। এটাও অনেক সুন্দর অভিজ্ঞতা। দিনশেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।’

সারাবাংলা/এজেডএস

আফরান নিশো ইফতার বিদ্যানন্দ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর