Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টার্কিশ ডিলাইট’: সপ্তাহজুড়ে টার্কিশ সিনেমা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১৭:২৮

ঢাকা: রমজানের এই দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ৩০ মার্চ-৫ এপ্রিল চরকিতে চলবে টার্কিশ সিনেমা। এ উপলক্ষে চরকি প্ল্যাটফর্মে ৩০ মার্চ থেকে ‘টার্কিশ ডিলাইট’ নামে বিশেষ একটি লাইন যোগ করা হয়েছে।

চরকি অরিজিনাল ট্রাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’ মুক্তি পেয়েছিল গত ঈদ-উল ফিতরে। ৬ পর্বের এই সিরিজে ইউটিউব সহ নানা সোশ্যাল মিডিয়াতে খ্যাত, তারকা জুটি শেহ্ওয়ার-মারিয়া তাদের স্টাইলে তুরস্ক ঘুরিয়ে দেখায়। যেখানে তুরস্কের তিনটি বিখ্যাত শহরে ঘুরতে গিয়ে তাদের সাথে বিভিন্ন ঘটনা ঘটে। এছাড়া এই দম্পতির মজার খেলা, স্থানীয় লোকদের সাথে নানা গল্প, অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তুরস্ককে নতুনভাবে দেখবে দর্শক।

বিজ্ঞাপন

বাংলায় ডাব করা ‘ট্রাভেল মেটস’ এরই মধ্যে চরকিতে রয়েছে। আর এই সপ্তাহে অর্থাৎ ৩০ মার্চ চরকিতে মুক্তি পাবে টার্কিশ সিনেমা ‘ট্রাভেল মেটস ২’।

অনুর ও শেরেফ দুজনে খুব অদ্ভুতভাবে একটি গাড়িতে সহযাত্রী হয়। তাদের গন্তব্যে যাওয়ার পথে ঘটতে থাকে নানা ঘটনা। ঘটনা-দুর্ঘটনার মধ্যে দিয়ে এই যাত্রার পরে অপরিচিত মানুষ দুটি খুব ভালো বন্ধুও বনে/হয়ে যায়। এই গল্পটি ২০১৭ সালে মুক্তি পাওয়া টার্কিশ সিনেমা ‘ট্রাভেল মেটস’ সিনেমার।

২০১৮ সালে এই সিনেমার একটি সিকুয়্যাল মুক্তি পায় ‘ট্রাভেল মেটস ২’ নামে। এক বছরের মধ্যে অনুর ও শেরেফ দুজনেই হাউসমেট ও সহকর্মী হয়ে উঠে। এই সিনেমাতেও তাদের একটি সফরের গল্প দেখানো হয়েছে। এই সফরের ঘটে যায় নানা অ্যাডভেঞ্চার ও কমেডি।

বেদ্রান গুজেল (Bedran Güzel) পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইব্রাহিম বুয়ুকাক (İbrahim Büyükak), ইজগি আইবোগলু (Ezgi Eyüboğlu), ওগুজান কোচ (Oğuzhan Koç), ওলগুন টোকার (Olgun Toker) সহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

টার্কিশ ডিলাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর