৯ বছরে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার
৬ মে ২০১৮ ১৭:২৬ | আপডেট: ৬ মে ২০১৮ ১৭:৩৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আট পেরিয়ে নয় বছরে পা দিয়েছে ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। আট বছর পূর্তি উপলক্ষে সেন্টারের পক্ষ থেকে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকছে গান, নৃত্য, কবিতার পাশাপাশি যোগাসনও।
৯ মে (বুধবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে হবে এই অনুষ্ঠান। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
চলছে মে মাস। বাংলা সাহিত্যের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মাসেই জন্মগ্রহণ করেছেন বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর এবং প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। এই দুই সাহিত্যিককে সম্মান জানাতে বিশেষ আয়োজন রাখা হয়েছে অনুষ্ঠানে। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে কবিগুরু ও জাতীয় কবির গান, কবিতা এবং গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের মনিপুরি নাচের শিক্ষক ওয়ার্দা রিহাবের পরিচালনায় পরিবেশিত হবে দুটি নাচ। ‘আনন্দলোকে’ ও ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়া’ এই দুটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তার শিক্ষার্থীরা।
হিন্দি শিক্ষক ড. যোগেশ বাসিস্তার তত্বাবধায়নে হিন্দি শিক্ষার্থীরা পরিবেশন করবে রবীন্দ্রসংগীত ‘আমার মাথা নত করে দাও’ এবং কাজী নজরুল ইসলামের কবিতা ‘কামাল পাশা’। মাম্পি দে’র পরিচালনায় দেখানো হবে দুটি যোগাসন।
শেষ আয়োজন হিসেবে থাকবে কত্থক নৃত্য দলের পরিবেশনা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের কত্থক নাচের শিক্ষক মুনমুন আহমেদের পরিচালনায় পরিবেশিত হবে তিনটি নাচ। যার মধ্যে থাকবে একক নৃত্য ‘হলুদ গাঁদার ফুল’, দলীয় নৃত্য ‘শুকনো পাতার নূপুর পায়ে’ এবং দ্বৈত নৃত্য ‘তোমার খোলা হাওয়ায়’।
সবশেষে ২০১৭ সালে যে শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে আইজিসি থেকে শিক্ষা অর্জন করেছে, তাদের হাতে সনদ তুলে দেয়া হবে।
সারাবাংলা/পিএ/পিএম