Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্মিলী চ্যাটার্জীর কণ্ঠে ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ মার্চ ২০২৩ ২১:০৪

ঢাকা: সঙ্গীতশিল্পী শর্মিলী চ্যাটার্জী ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ শিরোনামের গানের ভিডিও নিয়ে এসেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে ভিডিওটি উন্মুক্ত করা হয়।

গানটির গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার। সুর কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের। ভিডিওটি পরিচালনা করেছেন এ এইচ তূর্য। এতে অভিনয় করেছেন শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। আরও ছিলেন মিজান ও আল আমিন। চিত্রধারণ করেছেন শিউল বাবু। সম্পাদনা করেছেন এসএম তুষার। প্রযোজনা করেছেন এমডি হেলাল উদ্দিন হাই।

বিজ্ঞাপন

এটি শর্মিলী চ্যাটার্জীর চতুর্থ মিউজিক ভিডিও। এর আগে তিনি ‘মা তোমার জন্য’, ‘কতবার ভেবেছিনু’ ও ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’ শিরোনামে তিনটি মিউজিক ভিডিও উপহার দিয়েছেন।

‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ ভিডিওটি ইউটিউব চ্যানেল এপিএস এন্টারটেইনমেন্ট বিডিতে দেখা যাচ্ছে।

ব্যক্তিজীবনে শর্মিলী চ্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তার স্বামী অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।

সারাবাংলা/এজেডএস

আমি দূর হতে তোমারেই দেখেছি শর্মিলী চ্যাটার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর